For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঘরের ছেলে ঘরে', এটিকে মোহনবাগানের সঙ্গে কত বছরের চুক্তি ডিফেন্ডার শুভাশিসের?

এটিকে মোহনবাগানের সঙ্গে কত বছরের চুক্তি ডিফেন্ডার শুভাশিসের

  • |
Google Oneindia Bengali News

এবার এটিকে মোহনবাগানের জার্সি গায়ে আইএসএল খেলতে দেখা যাবে দেশের অন্যতম সফল ডিফেন্ডার শুভাশিস বোসকে। কলকাতার ক্লাবের সঙ্গে লম্বা চুক্তিতে সই করেছেন এই বাঙালি রাইট বাইক। প্রায় তিন বছর পর কলকাতায় খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শুভাশিস নিজেও।

এটিকে মোহনবাগানের সঙ্গে শুভাশিসের চুক্তি

এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফেলেছেন ডিফেন্ডার শুভাশিস বোস। বাঙালি রাইট ব্যাককে ২০২৫ সাল পর্যন্ত সুবজ-মেরুণ জার্সিতে আইএসএল খেলতে দেখা যাবে বলে জানিয়েছে এটিকে মোহনবাগান। এই ইস্যুতে টুইট করেছেন সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বসুরা। পোস্টের ট্যাগ লাইনে লেখা হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরলো।

উচ্ছ্বসিত শুভাশিস

উচ্ছ্বসিত শুভাশিস

আরও একবার কলকাতায় খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের অন্যতম সেরা রাইট ব্যাক শুভাশিস বোস। নিজের সেরাটা দিয়ে এটিকে-মোহনবাগানের জন্য সাফল্য আনতে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন শুভাশিস।

মোহনবাগান ও শুভাশিস

মোহনবাগান ও শুভাশিস

মোহনবাগানের জার্সিতে ২০১৭ সালের আই লিগ খেলেছিলেন শুভাশিস বোস। এরপর মুম্বই সিটি এফসি-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন বাঙালি রাইট ব্যাক। গত দুই মরশুম অভিনেতা রনবীর কাপুরের দলের হয়ে আইএসএল খেলেন শুভাশিস।

ভারতীয় দলের হয়ে শুভাশিস

ভারতীয় দলের হয়ে শুভাশিস

ভারতীয় দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন শুভাশিস বোস। ২০১৮ সালের ইন্টার-কন্টিনেল্টাল কাপে প্রথমবার দেশের জার্সি গায়ে চাপান বাঙালি ডিফেন্ডার। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপেও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন শুভাশিস।

English summary
Defender Subhasish Bose signs 5 years deal with ATK Mohun Bagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X