• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার, পরিবর্তন হিসেবে ভারতের স্কোয়াডে ডাক পেলেন এই তরুণ

দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার, পরিবর্তন হিসেবে ভারতের স্কোয়াডে ডাক পেলেন এই তরুণ
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার। প্রথম টি-২০ ম্যাচের আগে গোড়ালিতে চোট পান দীপক। যদিও ওই ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলে তিন পেসার হিসেবে খেলেছিলেন শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং আভেষ খান।

ছিটকে গেলেন দীপক চাহার:

ছিটকে গেলেন দীপক চাহার:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুইটি এক দিনের ম্যাচে খেলতে পারবেন না দীপক চাহার। চোটের কারণে ছিটকে গেলেন তিনি। তিনি ছিটকে যাওয়ার ফলে প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে ভারতীয় দলের পেস অ্যাটাক অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। দীপক চাহারের পরিবর্তে পরবর্তী দুইটি টি-২০ ম্যাচের জন্য বিসিসিআই ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করেছে।

পিটিআই'কেবিসিসিআই-এর আধিকারিক জানান গোড়ালিতে চোট চাহারের:

পিটিআই'কেবিসিসিআই-এর আধিকারিক জানান গোড়ালিতে চোট চাহারের:

নাম প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার শর্তে এক বিসিসিআই আধিকারিক শুক্রবার পিটিআই-কে বলেছন, "দীপকের (চাহার) গোড়ালিতে মোচর লেগেছে। তবে, সেটা খুব একটা গুরুতর নয়। তবে, কিছু দিনের বিশ্রাম ওকে নিতে হতে পারে। এখন এটা পুরোপুরি ম্যানেজমেন্টের বিষয় যে তারা ওকে নিয়ে ঝুঁকি নিতে চায় কি না। কারণ ও টি-২০ বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন।"

বিসিসিআই জানাচ্ছে পিঠে চোট:

বিসিসিআই জানাচ্ছে পিঠে চোট:

শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, দীপক চাহারের স্টিফনেস রয়েছে পিঠের দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয়্ টি-২০ ম্যাচের পরই পিঠে সমস্যা অনুভব করেন দীপক এবং সেই কারণে প্রথম একদিনের ম্যাচেও তিনি খেলতে পারেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাম চলবে তাঁর এবং বিসিসিআই-এর মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে তিনি থাকবেন।

কিছু দিন আগেই চোট কাটিয়ে মাঠে ফেরেন চাহার:

কিছু দিন আগেই চোট কাটিয়ে মাঠে ফেরেন চাহার:

তবে, এক জন পেসারের পরিবর্তে স্পিন অলরাউন্ডারকে দলে নেওয়ার কী কারণ থাকতে পারে তা এখনও বোধগম্য নয়। কোয়াড্রিসেপ ইনজুরির কারণে দীর্ঘ সময় চাহার মাঠের বাইরে ছিলেন। এনসিএ-তে রিহ্যাব শেষে খেলার ছাড়পত্র পান। কিন্তু পুরনো চোট সারিয়ে ওঠার কিছু দিনের মধ্যেই ফের চোটের কবলে পড়লেন তিনি।

পিঠের চোটে কাবু একাধিক ভারতী ক্রিকেটার:

পিঠের চোটে কাবু একাধিক ভারতী ক্রিকেটার:

শুধু একা চাহার নন, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার পিঠের চোটে কাবু। জসপ্রীত বুমরাহ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পিঠের চোটের কারণেই। দীপক হুডাও পিঠের চোট সারিয়েছেন এনসিএ-তে। তিনি এখন ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে পারথে। অর্শদীপ সিংয়ের পিঠে সামান্য চোটের কথা জানিয়েছেন রোহিত শর্মা।

English summary
Deepak Chahar ruled out from South Africa series, washington sundar named as replacement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X