
দীপক চাহারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না ধোনি, বিরুষ্কা ছাড়াও দিল্লির রিসেপশনে নিমন্ত্রিত কারা?
দীপক চাহার চোটের কারণে এবার আইপিএলে খেলতে পারেননি। কবে মাঠে ফিরতে পারবেন তাও স্পষ্ট নয়। এরই মধ্যে শুভকাজটি সেরে ফেললেন ভারত তথা চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার। গত বছরের আইপিএল চলাকালীন গ্যালারিতে উঠে প্রেমিকা জয়া ভরদ্বাজের হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন। গতকাল রাতে দীপক-জয়া আবদ্ধ হলেন বিবাহ-বন্ধনে।
দীপক-জয়ার বিয়ে
বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উল্লেখ্য, ধোনির পরামর্শেই গত বছর আইপিএলে প্লে অফ অভিযান শুরুর আগে, নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচের পরই জয়াকে আংটি পরিয়ে চমক দিয়েছিলেন দীপক। ধোনি গতকাল হাজির ছিলেন তামিলনাড়ুর তিরুভাল্লুর ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিলভার জুবিলি উদযাপন অনুষ্ঠানে। আগ্রার জেপি প্যালেসে দীপক-জয়ার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সস্ত্রীক রাহুল চাহার। খুড়তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা রাহুল চাহার।
আগ্রার হোটেলে বিয়ে
জানা গিয়েছে, দীপকের বিয়ের অনুষ্ঠানে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছিল অভিজাত জেপি প্যালেস হোটেলটি। বুক করা হয়েছিল গোটা হোটেলটিই। রীতি মেনে হয় যাবতীয় আচার-অনুষ্ঠান। বিয়ের লগ্ন ছিল রাত ৯টা নাগাদ। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা। বিয়ের আগে দীপক ও জয়াকে গান ও বাদ্যযন্ত্রের তালে নাচতেও দেখা গিয়েছে। বিয়ের থিম ছিল 'The Royal Grandeur'।
|
রিসেপশন দিল্লিতে
আগামীকাল দিল্লির আইটিসি মৌর্য হোটেলের কমল মহলে তারকাখচিত রিসেপশন। দীপকের স্ত্রী জয়া দিল্লির বাসিন্দা, আইটি প্রফেশনাল জয়া থাকেন বড়াখাম্বা রোডে। সূত্রের খবর, অন্তত ৬০ জন ক্রিকেটার থাকতে পারেন রিসেপশনের অনুষ্ঠানে। তাঁদের মধ্যে বিরাট কোহলি যেমন স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে হাজির থাকবেন, তেমনই মহেন্দ্র সিং ধোনি-সহ চেন্নাই সুপার কিংসের অনেকেও থাকতে পারেন। রোহিত শর্মাও নিমন্ত্রিত। তবে তিনি বিদেশে ছুটি কাটিয়ে দীপকের রিসেপশনে থাকবেন কিনা স্পষ্ট নয়। ধোনি যেমন স্ত্রী সাক্ষীকে নিয়ে রিসেপশনে যোগ দিতে পারেন, তেমনই নিমন্ত্রণ রক্ষা করতে পারেন ডোয়েইন ব্র্যাভো, সুরেশ রায়নারাও।
|
খাদ্যতালিকা একনজরে
ভারতীয় রান্নার নানারকম পদের পাশাপাশি মেনু তালিকায় থাকতে চলেছে কন্টিনেন্টাল ডিশ। আগ্রা চাট, হাথরস রাবড়ি, মোগলাই খাবার যেমন থাকবে, তেমনই দক্ষিণ ভারতীয় রকমারি পদও থাকবে বলে জানা যাচ্ছে। যেহেতু চাহার পরিবার অনেক বিদেশি ক্রিকেটারকেও নিমন্ত্রণ করেছে ফলে ইতালি ও তাইল্যান্ডের নানা রকমের পদও থাকতে চলেছে মেনু তালিকায়। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দীপকের ঘনিষ্ঠ ক্রিকেটাররাও রিসেপশনে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।
Deepak Chahar and Jaya ❤️ #DeepakChahar #DeepakChaharWedding pic.twitter.com/6NeWqsAHUK
— MANSI 🖤 (@Mansi_CSK) June 1, 2022
Pandit Madhukar Chaturvedi present at Deepak Chahar's Wedding pic.twitter.com/qEmeIwcmFE
— MANSI 🖤 (@Mansi_CSK) June 2, 2022
(ছবি- দীপক চাহারের ইনস্টাগ্রাম)