For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাহারের চোটের জায়গা নিয়ে ধোঁয়াশা, প্রশ্নের মুখে এনসিএ ও ফিজিওরা! টি ২০ বিশ্বকাপের দৌড়ে এগিয়ে শামি

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন দীপক চাহার। তবে এখনও সরকারিভাবে বিসিসিআই কিছুই জানায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী চাহারের গোড়ালি মচকে গিয়েছে। সে কারণেই তিনি ছিটকে গেলেন। যদিও চাহার ঠিক কোথায় চোট পেয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

চাহারের চোট নিয়ে ধোঁয়াশা

চাহারের চোট নিয়ে ধোঁয়াশা

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, লখনউয়ে অনুশীলনের সময় চাহারের গোড়ালি মচকে যায়। আবার বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা ইনসাইডস্পোর্টকে জানিয়েছেন, চাহারের পিঠে চোট রয়েছে। পিঠে অস্বস্তি বোধ করায় তাঁকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে পাঠানো হয়েছে। তবে এই চোট তেমন গুরুতর নয়। সামনেই টি ২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে পুরোপুরি ম্যাচ ফিট হতে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোয়াড্রিসেপ ইনজুরির কারণে চাহার মাঠের বাইরে ছিলেন। এনসিএ-তে রিহ্যাব শেষে খেলার ছাড়পত্র পান। তারপর ফের চোট পেলেন।

কেন এত পিঠের চোট?

কেন এত পিঠের চোট?

তবে শুধু চাহারই নন, সম্প্রতি ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার পিঠের চোটে কাবু। জসপ্রীত বুমরাহ টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। দীপক হুডাও পিঠের চোট সারিয়েছেন এনসিএ-তে। তিনি এখন ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে পারথে। অর্শদীপ সিংয়ের পিঠে সামান্য চোটের কথা জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটাররা এত বেশি কেন পিঠে চোটের সমস্যায় ভুগছেন সেই প্রশ্নের অবশ্য এখনও কোনও সদুত্তর দিতে পারেনি এনসিএ-র স্টেট অব দ্য আর্ট মেডিসিন সেন্টার ও ভারতীয় দলের ফিজিওরা।

দৌড়ে এগিয়ে শামি

দৌড়ে এগিয়ে শামি

বুমরাহর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা হয়নি। বিসিসিআই সূত্রে খবর, গোটাটাই নির্ভর করছে শামি ও চাহারের ফিটনেসের উপর। দুজনকেই এনসিএ-তে ফিটনেস টেস্ট দিতে হবে। শামির কোনও চোট নেই। তিনি দিন দশেকের বেশি করোনা আক্রান্ত হয়ে ভুগেছেন। ম্যাচ ফিট হয়েছেন কিনা সে ব্যাপারেই নিশ্চিত হবেন এনসিএ-র বিশেষজ্ঞরা। টি ২০ বিশ্বকাপের দলে আসার ক্ষেত্রে চাহারের চেয়ে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছেন শামি। দুজনেই যদি ফিট থাকেন তাহলে তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন অক্টোবরের ১২ বা ১৩ তারিখ।

ডাক পেলেন মুকেশ ও সাকারিয়া

এদিকে, পারথে ভারতের টি ২০ বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ চৌধুরী ও চেতন সাকারিয়া। বিভিন্ন দলে বাঁহাতি সিমাররা রয়েছেন। ভারতের বিশ্বকাপ দলে রয়েছেন একমাত্র অর্শদীপ সিং। তাঁকে পর্যাপ্ত বিশ্রামও দিতে হবে। সে কারণেই মহারাষ্ট্রের মুকেশ ও সৌরাষ্ট্রের সাকারিয়াকে অস্ট্রেলিয়ায় ডেকে নেওয়া হয়েছে নেট বোলার হিসেবে। ভারত যে প্রস্তুতি ম্যাচগুলি খেলবে তাতেও এই দুই পেসারকে খেলানো হতে পারে। পারথে ভারতীয় দল ৮, ৯ ও ১২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত অনুশীলন করবে। চলতি মাসের ১০ ও ১৩ তারিখ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা।

English summary
Deepak Chahar At NCA With Back Problems Which Is Not So Serious. He Will Need To Clear The Fitness Test With Mohammed Shami Before Leaving For Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X