For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের দল থেকে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির বাদ পড়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন নির্বাচক সরণদীপ সিং। সরাসরি নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভারতের জার্সিতে ৩টি টেস্ট এবং ৫টি ওডিআই খেলা এই ক্রিকেটার জানিয়েছেন, বিশ্রামে পাঠানো হলেই কখনওই ফর্ম ফিরে পাবে না বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক

দীর্ঘ দিন ধরেই ব্যাট হাতে রান নেই বিরাট কোহলি। শেষ বার ২০১৯ সালের নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেয়েছিলেন বিরাট। তার পর অসংখ্য সিরিজ খেললেও বিরাটের অফ ফর্মের ধারাবাহিকতা এগিয়ে চলেছে। টেস্ট হোক বা ওডিআই কিংবা টি-২০ 'ব্যর্থ বিরাট' এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডের মতো। বিরাট কোহলির নাম শুনলে আগে শতরান ছাড়া কিছু ভাবা যেত না সেখানে বিরাট মানেই ব্যর্থতার অপর নাম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচেও টি-২০ সিরিজে দেশের দায়িত্ব সামলানো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারকা ব্যাটসম্যানকে।

সরণদীপ ব্যক্তিগত ভাবে নির্বাচকমণ্ডলীর এই সিদ্ধান্তে একেবারেই মেনে নিতে পারেনি। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। সর্ব ভারতীয় এক সংবা মাধ্যমকে কোহলি বলেছেন, "আমি বুঝতি পারছি না এই বিশ্রামের মানে কী? আপনি যদি শতরানের পর শতরান করে চলেছেন তখন বিশ্রাম নিতে পারেন। এটা বোধগম্য হত যদি গত তিন মাসের ও চারটি বা পাঁচটি শতরান পেত। তখন বিশ্রাম নেওয়ার স্বাধীনতা পেত ও এবং তখনই ও বলতে পারত যে ওর বিশ্রামের প্রয়োজন।" সরণদীপ জানিয়ে দিয়েছেন, একটি সিরিজনা খেলে বাইরে বসলে ফর্ম ফিরে পাবেন না তারকা ব্যাটার। তাঁর কথায়, "আইপিএল-এর আগেও ও দু'টো টেস্ট শুধু খেলেছিল, ওডিআই এবং টি-২০ খেলেনি। আইপিএল-এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেনি। বাইরে বসে বিশ্রাম নেওয়া তোমায় ফর্মে ফিরে আসতে সাহায্য করবে না।"

ইংল্যান্ড সফরের ধারাবাহিকতার অপর নাম বিরাট কোহলি ব্যর্থতার ছন্দ ধরে রেখেছেন। এজবাস্টনে পঞ্চম টেস্ট দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেছিলেন বিরাট। প্রথম ইনিংসে এসেছিল ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে এসেছিল ২০ রান। টেস্টে ব্যর্থ হওয়া পর টি-২০ সিরিজের দুই ম্যাচে ব্যর্থ হন তিনি। দুই ম্যাচ মিলিয়ে বিরাট করেন ১২ রান। প্রথম একদিনের ম্যাচ কুচকির চোটের কারণে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তিনি করে ১৬ রান।

ENG vs IND: ইতিহাস তৈরি করলেন ভারতকে ১০০ রানের হারের লজ্জা উপহার দেওয়ার মূল কারিগরENG vs IND: ইতিহাস তৈরি করলেন ভারতকে ১০০ রানের হারের লজ্জা উপহার দেওয়ার মূল কারিগর

English summary
Decision to rest Virat Kohli's from West Indies squad was questioned by former selector Sarandeep Singh. Virat Does not deserve any rest he feels. According to him virat is not in the position to take rest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X