For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যালান বর্ডার মেডেল জিতলেন কে? বেলিন্ডা ক্লার্ক পুরস্কারই বা কার ঝুলিতে গেল

অ্যালান বর্ডার মেডেল জিতলেন কে? বেলিন্ডা ক্লার্ক ট্রফিই বা কার ঝুলিতে গেল

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় বারের জন্য অ্যালান বর্ডার মেডেল জিতলেন অস্ট্রেলিয়ার ড্যাসিং ওপেনার ডেভিড ওয়ার্নার। সোমবার অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড শোয়ে বাঁ-হাতি ওপেনার এই পুরস্কার জিতলেন।

স্টিভ স্মিথকে টপকে পুরস্কার জয়

২০১৯ সালে টেস্টে দারুণ কামব্যাক করেন স্টিভ স্মিথ।ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে দিয়ে টেস্ট আঙিনায় ফিরে স্মিথ এজবাস্টন মহারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অ্যাসেজে চার ম্যাচে ৭ ইনিংস খেলে ৭৭৪ রান করেছিলেন। সেক্ষেত্রে স্মিথ অ্যালান বর্ডার ট্রফি জেতার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু স্টিভ স্মিথকে পিছনে ফেলে ডেভিড ওয়ার্নার এই পুরস্কার জিতলেন।

কত ভোটে জয়ী ওয়ার্নার

ওয়ার্নার স্টিভ স্মিথকে একটি ভোটে হারিয়ে এই পুরস্কার জিতেছেন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে ওয়ার্নার এই পুরস্কার জিতেছিলেন। ওয়ার্নার সব মিলিয়ে ১৯৪টি ভোট পেয়েছেন। সেখানে স্টিভ স্মিথ ১৯৩টি ভোট পান।

অ্যাডিলেডে ত্রিশতরান

প্রসঙ্গত ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ওয়ার্নার ৩৩৫ রানে অপরাজিত থাকেন। এই রান হাঁকানোর সুবাদে ওয়ার্নার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সর্বোচ্চ টেস্ট ইনিংসে ৩৩৪ রানের স্কোর টপকে গিয়েছিলেন ওয়ার্নার।

পুরস্কার জিতে ওয়ার্নার কী বললেন

অ্যালান বর্ডার ট্রফি জিতে আবেগেতাড়িত ওয়ার্নার বলেছেন, 'রানের খিদেই আমায় এই জায়গায় পৌঁছে দিয়েছে। পথটা কঠন ছিল। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনেক ধন্যবাদ জানাই।'

বেলিন্ডা ক্লার্ক ট্রফিই কার ঝুলিতে গেল

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসা পেরি বেলিন্ডা ক্লার্ক ট্রফিই জিতলেন। কেরিয়ারে পেরি তৃতীয়বার এই পুরস্কার জিতলেন।

English summary
David Warner win third Allan Border Medal, Ellyse Perry wins Belinda Clark Award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X