For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিশতরানকারী স্বামীর প্রশংসায় মহাত্মা গান্ধীর বাণী লিখলেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী

ত্রিশতরানকারী স্বামীর প্রশংসায় মহাত্মা গান্ধীর বাণী লিখলেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বল বিকৃতির অভিযোগে এক বছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে। নির্বাসন কাটিয়ে ফিরে বিশ্বকাপে ভালো খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে অ্যাসেজ সিরিজে ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার। তা বলে যে তিনি শেষ হয়ে যাননি, দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রমাণ করেন অস্ট্রেলিয় ওপেনার। ব্রিসবনে সিরিজের প্রথম ম্য়াচে ১৫৪ রান করেন ওয়ার্নার। অ্যাডিলেডে সদ্য শেষ হওয়া দিন-রাতের টেস্টে ৩৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে।

ত্রিশতরানকারী স্বামীর প্রশংসায় মহাত্মা গান্ধীর বাণী লিখলেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী

বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীরা একটাই কথা, তবে এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, ফিরে এসেছেন ওয়ার্নার। তবে সেই পথ যে কতখানি কন্টকাকীর্ণ ছিল, তা জানেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। আর জানেন ক্রিকেটারের সহযোদ্ধা তথা স্ত্রী কান্ডিস ওয়ার্নার। স্বামীর সাফল্যের দিনে তাঁর প্রশংসা করতে ভোলেননি তিনি। মহাত্মা গান্ধীর উদ্ধৃতি উল্লেখ করে ওয়ার্নার সাফল্যকে আরও উজ্জ্বল করেছেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী।

নিজের টুইটার অ্যাকাউন্টে ডেভিড ওয়ার্নারের ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী। ওপরে লিখেছেন মহাত্মা গান্ধীর বলা 'শরীরিক ক্ষমতা থেকে শক্তি আসে না, তার উৎস আত্মশক্তি'র বাণী। ওয়ার্নার সম্পর্কে অন্যরা কী বিশ্বাস করেন, তা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছেন কান্ডিস। কঠিন সময়ে ওয়ার্নার যে নিজের ওপর বিশ্বাস রেখে গিয়েছে, এই সাফল্য তারই ফল বলে মনে করেন অজি ক্রিকেটারের স্ত্রী।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Strength does not come from physical capacity. It comes from a indomitable will. (Mahatma Gandhi) It’s not important what other people believe about you. It’s only important what you believe about yourself. <a href="https://twitter.com/davidwarner31?ref_src=twsrc%5Etfw">@davidwarner31</a> <a href="https://twitter.com/hashtag/335notout?src=hash&ref_src=twsrc%5Etfw">#335notout</a> <a href="https://t.co/Vlg9NVktj0">pic.twitter.com/Vlg9NVktj0</a></p>— Candice Warner (@CandyFalzon) <a href="https://twitter.com/CandyFalzon/status/1200707663253757953?ref_src=twsrc%5Etfw">November 30, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলে ত্রিশতরান করেন ডেভিড ওয়ার্নার। সেই দিন গ্যালারিতে ছিলেন ক্রিকেটারের স্ত্রী কান্ডিস ওয়ার্নার। যে মুহূর্তে চার মেরে ত্রিশতরান পূর্ণ করেন ওয়ার্নার, সেই সময় চোখ মুছতে দেখা যায় কান্ডিসকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই ভাবে স্বামীর সাফল্য নিয়ে কান্ডিসের পোস্টও পছন্দ করেছেন নেটিজেনরা।

English summary
David Warner's wife quotes Mahatma Gandhi on her husband success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X