For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোপের মুখে পেইন, ওয়ার্নার বললেন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে ৪ মিনিট দিয়েছিলেন অধিনায়ক!

ব্যাট হাতে যে বিধ্বংসী ফর্মে ছিলেন, তাতে শনিবার অ্যাডিলেডে, টেস্টে ব্রায়ান লারা ৪০০ রানের কীর্তি ভেঙে দিতেই পারতেন।

  • |
Google Oneindia Bengali News

ব্যাট হাতে যে বিধ্বংসী ফর্মে ছিলেন, তাতে শনিবার অ্যাডিলেডে, টেস্টে ব্রায়ান লারা ৪০০ রানের কীর্তি ভেঙে দিতেই পারতেন। শেষ পর্যন্ত ওয়ার্নার ৩৩৫ রানে পৌঁছতে অজি অধিনায়ক টিম পেইন ইনিংস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান হাঁকানোর সুযোগ পাননি ওয়ার্নার।

তোপের মুখে পড়েন পেইন

অজি ওপেনার ৪০০ রান হাঁকানোর জায়গায় থাকলেও পেইনের অযথা ইনিংস ছেড়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই অজি ক্রিকেটমহলে সমালোচনা শুরু হয়েছে। বিশ্ব ক্রিকেটের অনেক মহারথীই মনে করছেন, আর মাত্র দশ থেকে পনেরো মিনিট পেলেই ৪০০ রানের গণ্ডিতে পৌঁছতে পারতেন ওয়ার্নার। সেই সঙ্গে ম্যাথু হেডেনের ৩৮০ রানের কীর্তিও ছুঁয়ে ফেলতে পারতেন তিনি।

পাশে দাঁড়ালেন ওয়ার্নার

ওয়ার্নার অবশ্য অধিনায়কের ইনিংস ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন। ওয়ার্নার বলেন, 'আমি ৩৩০ রানের ঘরে যখন ব্যাটিং করছিলাম, সেই সময় কিংবদন্তি ব্র্যাডম্যানের নজির টপকে যাওয়ার জন্য অধিনায়ক আমায় অতিরিক্ত চার মিনিট সময় দিয়েছিল। এরপর ব্র্যাডম্যানের কীর্তি টপকে যাওয়ার পরই অধিনায়ক ইনিংস ছেড়েছেন।'

সঙ্গে ওয়ার্নার আরও বলেছেন, 'অনেক আগে আমাদের ইনিংস ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ম্যাচের দ্বিতীয় দিন পাকিস্তানের বিরুদ্ধে যাতে অনেকটা সময় বোলিং করা যায়, সেটাই পরিকল্পনা ছিল। ম্যাচের প্রথম দিন বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই দিকটা মাথায় রেখেই ম্যাচ জেতা আমাদের প্রথম টার্গেট। '

অ্যাডিলেডে ব্র্যাডম্যানের জোড়া রেকর্ড ভাঙেন ওয়ার্নার

অ্যাডিলেডে এর আগে ব্র্যাডম্যান সর্বোচ্চ ২৯৯ রান হাঁকিয়েছিলেন। সেখান কিংবদন্তি ব্র্যাডম্যানের নজির টপকে ওয়ার্নার ৩৩৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে দেশের হয়ে টেস্টে ব্র্যাডম্যানের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৪ রান। সেই কীর্তিও টপকে গেলেন ওয়ার্নার।

English summary
David Warner reveals captain Tim Paine gave 4 extra minutes to break Bradman’s record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X