For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

David Warner: ইতিহাসে ডেভিড ওয়ার্নার, প্রথম অস্ট্রেলীয় হিসেবে শততম টেস্টে করলেন দ্বি-শতরান

David Warner: ইতিহাসে ডেভিড ওয়ার্নার, প্রথম অস্ট্রেলীয় হিসেবে শততম টেস্টে করলেন দ্বি-শতরান

Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটে শততম টেস্টি খেলতে ডেভিড ওয়ার্নার নেমেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই টেস্টে নামার আগে তিনি জানান, তাঁর কাছে শততম টেস্টে খেলতে নামার আগে বড় আনন্দের মুহূর্ত আর কিছু নেই। তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। নিজের কেরিয়ারের শততম টেস্টটি তাঁকে ভরিয়ে দেওয়ার জন্য অসংখ্য উপহার নিয়ে যে অপেক্ষা করছে তা হয়োত বুঝতে পারেননি বিধ্বসী ব্যাটসম্যান স্বয়ং।

শততম টেস্টে দ্বি-শতরান করে অনবদ্য রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার, সারা বিশ্বে তাঁ আগে এই কৃতিত্ব রয়েছে আর একজনের

নিজের শততম টেস্টে দ্বি-শতরান করলেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দ্বি-শতরান করলেন ডেভিড ওয়ার্নার। এই নিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় দ্বি-শতরানটি করলেন ডেভিড ওয়ার্নার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জো রুট। ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে দ্বি-শতরান করেছিলেন ইংল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক।

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ৩৬ বছর বয়সী ডেভিড ওয়ার্নার শততম টেস্টে শতরান করার নজির গড়েন ওয়ার্নার। এই ইনিংসের মধ্যেই টেস্ট ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। জানুয়ারি ২০২০-এর পর থেকে টেস্ট ক্রিকেটে শতরান অধরা ছিল ডেভিড ওয়ার্নারর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে তাঁর ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটাররা অপেক্ষা করেন আসল সময়ের জন্য বড় মঞ্চের জন্য। ডেভিড ওয়ার্নার শততম টেস্টে নিজের মতো করে সাজিয়ে নিলেন মঞ্চ। সমস্ত সমালোচকদের ব্যাট হাতে স্তব্ধ করে দিলেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। লুঙ্গি এনগিডির বলে ৪ মেরে দ্বি-শতরান পূর্ণ করেন তিনি।

English summary
David Warner become first australian and second overall to scoree double hundred in 100th Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X