For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা দুর্ধর্ষ ইনিংসকে পাঞ্জাবের হয়ে ৯ বছর আগে খেলা বিধ্বংসী শতরানের পাশেই রাখলেন মিলার

IPL:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা দুর্ধর্ষ ইনিংসকে পাঞ্জাবের হয়ে ৯ বছর আগে খেলা বিধ্বংসী শতরানের পাশেই রাখলেন মিলার

Google Oneindia Bengali News

ডেভিড মিলারের খেলা ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে গুজরাত টাইটানস। মিলারের ব্যাটিং বিস্ফোরনের সামনে কার্যত অসহায় দেখায় ক্রিস জর্ডান-রবীন্দ্র জাডেজাদের। আটটি চার এবং ছয়টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন মিলার।

IPL:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা দুর্ধর্ষ ইনিংসকে পাঞ্জাবের হয়ে ৯ বছর আগে খেলা বিধ্বংসী শতরানের পাশেই রাখলেন মিলার

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা এই ইনিংসকে ৯ বছর আগে পাঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পাঞ্জাব) হয়ে ৩৮ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে একই সারিতে রাখলেন 'কিলার মিলার'।

চার বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দলকে জিতিয়ে উঠে মিলার জানান, পাওয়ার প্লে-তে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা তাঁকে সাহায্য করেছে, রিদিম পেতে অনেকটাই সুবিধা হয়েছে কারণ তখনও বলের সাইন চোটে যায়নি। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে শুরু থেকেই শট খেলার লক্ষ্য ছিল তাঁর।

পাঞ্জাবের জার্সিত ২০১৩ সালে ৩৮ বলে ১০১ রানের যে অপরাজিত ইনিংস খেলেছিলেন ডেভিড মিলার তা আজও এই টুর্মান্টের ইতিহাসে অন্যতম দ্রুত শতরান। আইপিএল-এর সেরা ইনিংগুলির মধ্যে উপরের দিকে রয়েছে মিলারের সেই ইনিংস। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকারল এই তারকা ব্যাটার নয় বছর আগের সেই ইনিংসের স্মৃতি টেনে বলেন, "অতীতে ফিরিয়ে নিয়ে গিয়েছে আমায় এই ইনিংস। আমি চেয়েছিলাম বলকে ঠিক মতো দেখতে এবং মারতে। নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম। যেমনটা চেয়েছিলাম তেমনটাই করতে পেরেছি, ভাল লাগছে।"

IPL:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা দুর্ধর্ষ ইনিংসকে পাঞ্জাবের হয়ে ৯ বছর আগে খেলা বিধ্বংসী শতরানের পাশেই রাখলেন মিলার

মিলারের পাশাপাশি গুজরাতের জার্সিতে এই ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছেন রশিদ খান। হার্দিক পান্ডিয়া চোটের কারণে না খেলায় রশিদ দলকে নেতৃত্ব দেন। পর পর উইকেট হারিয়ে দল যখন বেশ বিপাকে তখন অধিনায়কোচিত ইনিংস আসে রশিদের ব্যাট থেকে। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। মিলারের সঙ্গে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। কঠিন সময়ে রশিদের এই ইনিংস তাঁর উপর থেকে অনেকটা চাপ কমাতে সাহায্য করেছিল জানিয়েছেন মিলার। তিনি বলেছেন, "রশিদের ব্যাটিং অনেকটা চাপ কমায়। অসাধারণ একটা ইনিংস ও খেলেছে। প্রথমের দিকে কিছু ক্লোজ ম্যাচ আমরা জিতেছি। এটাও একটা ক্লোজ গেম ছিল। আমরা ছয় ম্যাচের মধ্যে চারটে হারতে পারতমা কিন্তু ছয় ম্যাচে আমরা পাঁচটা জিতেছি।"

চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ের ফলে লিগ টেবলের শীর্ষ স্থান আরও পোক্ত করল গুজরাত টাইটানস। হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট দাঁড়াল ছয় ম্যাচে দশ।

English summary
David Miller played match winning knock against Chennai Super Kings yesterday in IPL 2022. He drew parallels of his knock against the Chennai Super Kings on Sunday with the one he played for Kings XI Punjab nine years back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X