For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের সৌজন্যে শনাকার লড়াকু শতরানেও পরাস্ত শ্রীলঙ্কা, ইডেনে ODI সিরিজ জিতবে ভারত?

Google Oneindia Bengali News

শেষ ওভারে নাটক। মহম্মদ শামি মাঁকড়ীয় আউটের আবেদন করলেন। আম্পায়ার নীতিন আম্পায়ার বিষয়টি থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়েও দেন। যদিও সৌজন্য দেখিয়ে আউটের আবেদন প্রত্যাহার করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর শনাকার শতরান নিশ্চিত হয়। কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে দিল ভারত। রোহিত শর্মারা কাল কলকাতায় পা রাখবেন বৃহস্পতিবারই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।

শনাকার শতরান

শনাকার শতরান

জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৭৪ রান। শেষ অবধি ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে দাসুন শনাকার দল। ভারতের মাটিতে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমেই দুরন্ত শতরান করলেন শনাকা। তিনি অপরাজিত রইলেন ৮৮ বলে ১০৮ রান করে। ছয়ে নেমে তিনি এদিন একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় শতরানটি পেলেন। সেই সঙ্গে মহম্মদ শামির শেষ দুই বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকিয়ে ওডিআই কেরিয়ারের সর্বাধিক রান করলেন। শনাকার ইনিংসে রয়েছে ১২টি চার ও তিনটি ছয়।

অল আউট করতে পারল না ভারত

অল আউট করতে পারল না ভারত

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসঙ্কা ছাড়া বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। সে কারণে শ্রীলঙ্কাও ডিউ ফ্যাক্টরের ফায়দা তুলতে পারল না। প্রথম তিন উইকেট পড়েছিল ১৪ ওভারে ৬৪ রানে। এরপর চতুর্থ উইকেট পড়ে ২৪.৫ ওভারে ১৩৬ রানে। সেখান থেকে ৩২.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৭৯-তে। ৩৭.৫ ওভারে ২০৬ রানে পড়েছিল অষ্টম উইকেট। এরপর আর শ্রীলঙ্কার কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। কাসুন রাজিথা ১৯ বলে ৯ রানে অপরাজিত থাকেন। নবম উইকেটে ১০০ রানের পার্টনারশিপে সিংহভাগ রান শনাকারই। টি ২০ সিরিজের পর ব্যাট হাতে ওডিআই সিরিজের শুরুটাও ভালোই করলেন তিনি। পাথুম নিসঙ্কা ১১টি চারের সাহায্যে ৮০ বলে ৭২ রান করেন। ধনঞ্জয় ডি সিলভা করেন ৪৭।

উমরানের তিন উইকেট

উমরানের তিন উইকেট

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম উমরান মালিক। তিনি ৮ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। একটি মেডেন-সহ ৭ ওভারে ৩০ রান খরচ করে দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। মহম্মদ শামি ৯ ওভারে ৬৭ রান দিয়ে নেন এক উইকেট। হার্দিক পাণ্ডিয়া একটি উইকেট পেয়েছেন ৬ ওভারে ৩৩ রান দিয়ে। যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৫৮ রানের বিনিময়ে পেলেন ১টি উইকেট। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৫৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।

বিরাট সেরা

বিরাট সেরা

এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ৩৭৩। বিরাট কোহলি ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৭ বলে ১১৩ রান করেন। রোহিত শর্মা করেন ৬৭ বলে ৮৩, শুভমান গিলের সংগ্রহ ৬০ বলে ৭০। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুটি একদিনের আন্তর্জাতিকের দুটিতেই জিতল ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়া করে হারানোর পর এবার জয় প্রথমে ব্য়াট করে। চারটি ইনিংসেই তিন শতাধিক রান উঠল এখানে। ম্যাচের সেরা বিরাট কোহলি। ইডেনে বৃহস্পতিবার দ্বিতীয় ওডিআই জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন রোহিতরা।

English summary
Dasun Shanaka's Hundred Not Enough For Sri Lanka To Avoid ODI Defeat Against India. Umran Malik Bags 3 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X