For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সফরে ২০ সদস্যের দল নিয়ে আসছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, কারা সুযোগ পেলেন?

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও টি ২০ বিশ্বকাপে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। নতুন বছর এবার নতুন করে শুরু করতে চলেছেন দাসুন শনাকারা। আজ ভারত সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার দল ঘোষণা করা হয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী রোশন রণসিংঘের অনুমতি মেলার পরই। এবারও তার অন্যথা হয়নি।

দাসুন শনাকা অধিনায়ক

দাসুন শনাকা অধিনায়ক

ভারত সফরে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে শ্রীলঙ্কা। নেতৃত্ব দেবেন দাসুন শনাকাই। ২০ সদস্যের দল নিয়ে ভারতে আসছে শ্রীলঙ্কা। তবে সবাই সব সিরিজে খেলবেন না। দুই দলের দুই সহ অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার সহ অধিনায়ক কুশল মেন্ডিস। টি ২০ আন্তর্জাতিকে সহ অধিনায়ক করা হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গাকে।

ভারতে আসার আগে

ভারতে আসার আগে

টি ২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৬০ রানে। পরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কা জেতে ৪ উইকেটে। টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে নামিবিয়ার কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও সংযুক্ত আরব আমিরশাহী ও নেদারল্যান্ডসকে হারিয়ে দাসুন শনাকার দল পৌঁছে যায় সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। এরপর আফগানিস্তানকে হারায়, কিন্তু শেষ ম্যাচে পরাস্ত হয় ইংল্যান্ডের কাছে।

দুই ফরম্যাটে সবাই নেই

দুই ফরম্যাটে সবাই নেই

ভারত সফরে শুধুমাত্র টি ২০ সিরিজে খেলবেন ভানুকা রাজাপক্ষ ও নুয়ান তুষারা। একদিনের সিরিজেই শুধু খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যা দুই- জেফ্রি ভ্যান্ডারসে ও নুয়ানিন্দু ফার্নান্দো। বাকিরা দুই সিরিজের দলেই রয়েছেন। জানুয়ারির ৩, ৫ ও ৭ তারিখ যথাক্রমে মুম্বই, পুনে ও রাজকোটে হবে তিনটি টি ২০ আন্তর্জাতিক। এরপর একদিনের সিরিজের ম্যাচগুলি হবে জানুয়ারির ১০, ১২ ও ১৫ তারিখ যথাক্রমে গুয়াহাটি, কলকাতা ও তিরুবনন্তপুরমে।

একনজরে শ্রীলঙ্কা দল

একনজরে শ্রীলঙ্কা দল

একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার ঘোষিত ২০ সদস্যের দল: দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিয়া সমরবিক্রমা, কুশল মেন্ডিস (একদিনের সিরিজের সহ অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ (শুধু টি ২০ সিরিজে খেলবেন), চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারঙ্গা (টি ২০ সিরিজে সহ অধিনায়ক), আশেন বান্দারা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে (শুধু একদিনের সিরিজে খেলবেন), চামিকা করুণারত্নে, দিলশানা মাদুশঙ্কা, কাসুন রাজিথা, নুয়ানিন্দু ফার্নান্দো (শুধু একদিনের সিরিজে খেলবেন), দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, নুয়ান তুষারা (শুধু টি ২০ সিরিজে খেলবেন)।

English summary
Dasun Shanaka-Led Sri Lanka Will Tour India With 20-Member Squad. Kushal Mendis Is The Vice Captain For ODIs, Wanindu Hasaranga Has Been Named As Vice Captain For The T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X