For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে কিউয়ি তারকার মারা বল সরাসরি ল্যান্ড করল এক সমর্থকের বিয়ারের গ্লাসে

ভিডিও: ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে কিউয়ি তারকার মারা বল সরাসরি ল্যান্ড করল এক সমর্থকের বিয়ারের গ্লাসে

Google Oneindia Bengali News

বাইশ গজে ব্যাটসম্যানের দাপটে বলকে মাঠের বাইরে যেতে দেখা গিয়েছে একাধিকবার। প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। অনেক সময়ে তা আছড়ে পড়ে কমেন্ট্রি বক্স বা ভিআইপি বক্সের কাঁচের পর্দার উপর আবার কখনও দেখা গিয়েছে সরাসরি কোনও সমর্থকের টাকের উপর পড়েছে সেই বল। কিন্তু ভাবুন তো আপনি মাঠে খেলা দেখতে গিয়েছেন, এক গ্লাস বিয়ার হাতে নিয়ে আয়েশ করে খেলা দেখতে বসেছেন, এমন সময়ে ঠিক বলটা এসে পড়লো আপনা গ্লাসের উপর! ভাবতে পারছেন একদম নিখুঁত প্লেসিং।

ভিডিও: ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে কিউয়ি তারকার মারা বল সরাসরি ল্যান্ড করল এক সমর্থকের বিয়ারের গ্লাসে

অপ্রত্যাশিত এমনই এক ঘটনা ঘটেছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে ট্রেন্ট ব্রিজে এক মহিলা সমর্থক আয়েশ করে গ্লাসে চুমুক দিতে দিতে খেলা দেখছিলেন। কিন্তু বিপত্তি বাঁধল ড্যারেল মিচেলের ব্যাট থেকে ধেয়ে আসা একটি বল সরাসরি তাঁর বিয়ারের গ্লাসের মধ্যে আশ্রয় নেওয়ায়। ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে 'নিউ ড্রিঙ্ক প্লিস।'

লং অনে ফিল্ডিং করা ম্যাথু পটস সতীর্থদের ইঙ্গিত করে বোঝায় বল সরাসরি কারোর গ্লাসে গিয়ে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেটের সাপোর্টার গ্রুপ বার্মি আর্মি পরে টুইট করে জানায় কিউয়ি দল ওই মহিলাকে নতুন বিয়ারের ব্যবস্থা করে দিয়েছেন রিপ্লেসমেন্ট হিসেবে। ম্যাচের শেষে মিচেল ওই মহিলার কাছে যান এবং হাসি মুখেই ক্ষমা চেয়ে নেন তাঁর বিয়ারে আমেজ নষ্ট করার জন্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ড্যারিল মিচেল। প্রথম টেস্টে লর্ডসে শতরান করেন তিনি। ট্রেন্ট ব্রিজের প্রথম দিন শেষে ৮১ রানে অপরাজিত রয়েছেন তিনি। নয়টি চার এবং দু'টি ছয় মেরেছেন এই ইনিংসে এখনও পর্যন্ত এই অলরাউন্ডর। টেস্ট ক্রিকেট হলেও নিজের বিধ্বংসী ব্যাটিং-এর মধ্যে দিয়ে সমর্থকদের আনন্দ দেওয়ার সঙ্গেই জ্যাক লিচের বলকে লং-এর উপর দিয়ে মারেন মিচেল এবং সেই বলই সরাসরি জনৈক মহিলার বিয়ারে গিয়ে পড়ে।

ট্রেন্ট ব্রিজে প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের রান ৩১৮/৪। ক্রিজে রয়েছেন ড্যারিল মিচেল (৮১*) এবং টম ব্লান্ডেল (৬৭*)। কোভিড আক্রান্ত হওয়ার কারণে কেন উইলিয়ামসন এই ম্যাচে খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক টম লাথাম। তিন ম্যাচে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

English summary
Daryl Mitchell's Six Lands straight into a fan’s beer glass. This incident occurred in the second test in Trent Bridge between England and New Zealand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X