করোনাকালে ঝুঁকি নিয়ে সফর ওয়েস্ট ইন্ডিজের, আর্থিক সাহায্য করুক ইংল্যান্ড, অনুরোধ স্যামির
করোনাকালে ঝুঁকি নিয়ে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলল ওয়েস্ট ইন্ডিজ। তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আর্থিক পুরস্কার দিয়ে সাহায্য করুক ইংল্যান্ড। দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা ভালো নয়। সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে এভাবেই অর্থ সাহায্যের প্রস্তাব রাখলেন ক্যারিবিয়ানদের ২০১৬ টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি।

১১৭ দিন পর ক্রিকেটে ঢাকে কাঠি
শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই ম্যাচ হয়েছিল। এরপর করোনা ধাক্কায় বাইশ গজে আর বল গড়ায়নি। ১১৭ দিন পর সাউদাম্পটনে ফিরেছে ক্রিকেট। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটমাঠে বল গড়ায়।

তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল
তিন ম্যাচের টেস্ট সিরিজে সাউদাম্পটনে জয় পেয়ে ১-০ লিড নিলেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে পারল না। ম্যাঞ্চেস্টারে টানা দুই টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের সামনে ক্যারিবিয়ান দল মুখ থুবড়ে পড়ে। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে করোনা পরবর্তী ক্রিকেট যুগের সূচনা করল ইংল্যান্ড।

আর্থিক ক্ষতি
করোনায় প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও কোভিড ধাক্কায় ক্রিকেট বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ আয়োজন করায় সেই আর্থিক ক্ষতেই কিছুটা প্রলেপ পড়ল বলা চলে।

ইংল্যান্ডের লাভ কত হল
এক পরিসংখ্যান অনুযায়ী, আর্থিক ধাক্কা সামলে ইংল্যান্ড ২৮০ মিলিয়ন পাউন্ড নিজেদের ঝুলিতে ভরেছে। অন্যদিকে আর্থিক সংকটে ক্যারিবিয়ান তারকাদের ৫০ শতাংশ বেতন কমে গিয়েছে। সিরিজ হারে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের অবশ্য কোনও আর্থিক লাভ হল না। সেই কারণেই ইংল্যান্ড বোর্ডের কাছে সিরিজের আয়ের অন্তত ১৫ শতাংশ , ক্যারিবিয়ান বোর্ডকে দেওয়ার জন্য অনুরোধ করলেন স্যামি।