For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিচন্দ্রন অশ্বিনকে ভারতের একাদশে চান ড্যানিয়েল ভেত্তোরি, দিলেন টি ২০ বিশ্বকাপে সাফল্যের মন্ত্রও

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় হবে টি ২০ বিশ্বকাপ। ভারত যদি এক স্পিনারে নামে তাহলে অনেকেই এগিয়ে রাখছেন যুজবেন্দ্র চাহালকে। যদিও নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি রবিচন্দ্রন অশ্বিনকে দেখতে চাইছেন ভারতের প্রথম একাদশে। কলকাতায় সাংবাদিকদের সামনে তাঁর এই ভাবনার সপক্ষে যুক্তিও মেলে ধরেছেন ভেত্তোরি।

অশ্বিনকে খেলানোর পক্ষে ভেত্তোরি

অশ্বিনকে খেলানোর পক্ষে ভেত্তোরি

লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিতে কলকাতায় এসেছেন ভেত্তোরি। টি ২০ বিশ্বকাপে ভারতের দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা। তাঁদের মধ্যে অক্ষর ও অশ্বিনের ব্যাটের হাতও ভালো। অস্ট্রেলিয়ায় উইকেটগুলি পেস সহায়ক হয়। সেখানে ভারত খুব বেশি হলে দুই স্পিনার নিয়ে নামবে। তবে ভেত্তোরি মনে করেন, অশ্বিনকে প্রথম একাদশে রাখা উচিত। অস্ট্রেলিয়ায় বোলিংয়ের অভিজ্ঞতা এবং যে কোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বোলিংয়ের দক্ষতার নিরিখেই অশ্বিনের পক্ষে সওয়াল করেছেন ভেত্তোরি।

দলে ভারসাম্য

দলে ভারসাম্য

ভেত্তোরি বলেন, আমরা সকলেই জানি অশ্বিন টেস্টে অসাধারণ বোলার। তবে অশ্বিন টি ২০ বিশ্বকাপের দলে রয়েছেন আইপিএলে ভালো পারফরম্যান্স করার দৌলতেই। তিনি এমন একজন ক্রিকেটার যিনি খুব দ্রুত যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। ফলে সুযোগ পেলে অশ্বিন ভালোভাবেই জানেন কীভাবে পারফর্ম করতে হয়। অনেকবার তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলেছেন। ভারতীয় দলে অনেক ভালো মানের স্পিনার রয়েছেন। তাঁদের মধ্যে থেকেই বেছে নিতে হবে। এই স্পিনারদের বেশিরভাগই অলরাউন্ডার। ফলে অশ্বিনকে রাখলে দলে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে বলে উপলব্ধি ভেত্তোরির।

সাফল্যের মন্ত্র

সাফল্যের মন্ত্র

অস্ট্রেলিয়ায় স্পিনারদের সাফল্য পেতে নাথান লিয়ঁর বোলিং দেখার পরামর্শও দিয়েছেন ভেত্তোরি। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি স্পিনারের কথায়, টপ স্পিনের সঙ্গে বাউন্স মেশানোর মধ্যেই লুকিয়ে রয়েছে সাফল্যের মন্ত্র। অস্ট্রেলিয়ার উইকেটে লিয়ঁ টপ স্পিনের সঙ্গে বাউন্সের সুযোগ আদায় করে নেন বলেই তিনি বাকিদের চেয়ে আলাদা। তাঁর সিম রিলিজের দিকে নজর রাখার প্রয়োজনীয়তার কথাও মনে করান ভেত্তোরি। কেন না, ভারতীয় উপমহাদেশে উইকেটে বল ঘোরানোর উপরই সাফল্য নির্ভর করে। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটে সাইড স্পিনের চেয়ে টপ স্পিনই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

ভারতের স্পিন আক্রমণ নিয়ে

ভারতের স্পিন আক্রমণ নিয়ে

ভারতীয় দলের শক্তিশালী স্পিন বোলিং আক্রমণ সম্পর্কে বলতে গিয়ে ভেত্তোরি বলেন, টেস্টে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো দুই কিংবদন্তি রয়েছেন। তিন ফরম্যাটেই তাঁরা সাবলীল এবং এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটের সঙ্গে যেভাবে মানিয়ে নেন তা শিক্ষণীয়। তরুণ স্পিনাররা তাঁদের মতোই হওয়ার স্বপ্ন দেখেন। এক কথায় ভারতীয় স্পিন গ্রুপ সঠিক পথেই রয়েছে। রবি বিষ্ণোই, রাহুল চাহারদের মতো ক্রিকেটার আইপিএল খেলে উঠে এসেছেন। ফলে চাপের পরিস্থিতিতে সাফল্য আদায় করে নিতে তাঁদের কোনও অসুবিধা হয় না।

English summary
Daniel Vettori Backs Adaptable Ravichandran Ashwin To Do Well In The T20 World Cup In Australia. According To Vettori, The Best Chap To See Would Be Nathan Lyon And The Way He Bowls On Australian Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X