For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ম্যাচে নামার আগে স্বস্তি কোহলিদের, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

ভারতের বিরুদ্ধে মাঠে নামার ২৪ ঘন্টা আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোর ধাক্কা। উনিশের বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলেই দেশের বিমান ধরতে চলেছেন স্টেইন।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে মাঠে নামার ২৪ ঘন্টা আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোর ধাক্কা। উনিশের বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলেই দেশের বিমান ধরতে চলেছেন স্টেইন। ইংল্যান্ডের মাটিতে বল করার আগে কাঁধের চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অল-রাউন্ডার।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন, জানানো হল পরিবর্ত বোলারের নাম

এর আগে আইপিএলে বিরাটের দল আরসিবি-র জার্সিতে খেলার সময় কাঁধের চোটের কারণে দু'ম্যাচ খেলেই দেশে ফিরে গিয়েছিলেন। এরপর শুশ্রূষার পর সেরে ওঠেন দক্ষিণ আফ্রিকার নামি পেসার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামার কথা থাকলেও পুরো ফিট না থাকার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে নামা হয়নি স্টেইনের। পুরোপুরি সুস্থ না হওয়াতেই বিশ্বকাপের শুরুর ম্যাচগুলিতে তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়। দুই ম্য়াচেই স্টেইনহীন প্রোটিয়া বোলিংয়ের হতশ্রী পারফরর্ম্যান্সে ম্যাচ হেরে বসে দক্ষিণ আফ্রিকা দল।

বিশ্বকাপ অভিযানের দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ভারতের বিরুদ্ধে স্টেইনকে ফেরানো নিয়ে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। দলের সূত্রে খবর ছিল, ৭০ শতাংশ ফিট স্টেইন। ফলে বুধবার সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে প্রত্যাশা তৈরি হয়।

যদিও সব আশা শেষ, কাঁধে নতুন করে চোট পাওয়ার কারণেই বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেলেন ডেল। মঙ্গলবার দলের সূত্রে স্টেইনের নতুন চোটের কথা জানানো হয়। প্রসঙ্গত কেরিয়ারে এটাই শেষ বিশ্বকাপ ছিল স্টেইনের। চোট পাওয়ায় কেরিয়ারের শেষ বিশ্বকাপটা সুখের হল না স্টেইনের।

উল্লেখ্য চোটের পর ২০১৬ সালে কাঁধে অস্ত্রোপচার হয় স্টেইনের। এরপর দীর্ঘ সময় বিশ্রামে ছিলেন তিনি।ক্রিকেটে ফিরলেও তাঁর কাঁধের চোট বারবার তাঁকে সমস্যায় ফেলেছে। নতুন করে কাঁধের চোটই এবার বিশ্বকাপ থেকে ছিটকে দিল স্টেইনকে।

স্টেইনের পরিবর্ত হিসেবে প্রোটিয়া দলে কে?
তারকা পেসারের পরিবর্ত হিসেবে প্রোটিয়া দলের হয়ে খেলতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বেউরান হেন্ডরিক্স। বাঁ-হাতি পেসারের অবশ্য দেশের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন বেউরান, উইকেটের সংখ্যা মাত্র ১।

English summary
Dale Steyn ruled out of the icc cricket World Cup 2019, Hendricks named as replacement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X