For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CWG 2022: কমনওয়েথ গেমসে ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা, ঝড়ে গতিতে শেষ হচ্ছে টিকিট

CWG 2022: কমনওয়েথ গেমসে ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা, ঝড়ে গতিতে শেষ হচ্ছে টিকিট

Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বার বার আন্দলিত হয়েছে গোটা বিশ্ব ক্রিকেটে। এই ম্যাচকে বলা হয় 'মাদার অব অল ম্যাচেস'। বিশ্বের যে কোনও প্রান্তে আইসিসি বা এসিসি'র প্রতিযোগীতায় এই দুই দলের মহারণ অন্য মাত্রা পায়। তবে শুধু পুরুষদের ক্রিকেটেই নয়, দুই দলের মহিলা ক্রিকেটকে ঘিরে সমর্থকদের উন্মাদনা অন্য মাত্রা যে পেতে পারে তার প্রমাণ পাওয়া যায় কমনওয়েলথ গেমসের টিকিট বিক্রির দিকে নজর দিলেই।

CWG 2022: কমনওয়েথ গেমসে ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা, ঝড়ে গতিতে শেষ হচ্ছে টিকিট

বার্মিংহামে ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কওনওয়েলথ গেমস ২০২২। এখনও পর্যন্ত ১.২ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই মেগা ইভেন্টের জন্য। উল্লেখযোগ্য ভাবে টিকিটের অধিকাংশটাই বিক্রি হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। কমনওয়েলথ গেমসে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মহিলা দল।

এই বারই প্রথম মহিলা ক্রিকেট কমনওয়েলথ গেমসের সঙ্গে যুক্ত হয়েছে এবং ৩১ তারিখ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এজবাস্টনে এই ম্যাচটি খেলা হবে। এই শহরে অসংখ্য ভারত এবং পাকিস্তানি বংশদ্ভূত মানুষ বসবাস করেন। এই বিষয়ে বার্মিংহাম গেমসের মুখ্য আধিকারিক ইয়ান রিড জানিয়েছেন, সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তিনি আশাবাদী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও সোল্ড আউট হবে। তাঁর কথায়, "আমি ক্রিকেটের বড় সমর্থক। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে যা বার্মিংহামে আকর্ষণের অন্যতম কারণ। কিছু দিন আগেই আপনাদের পুরুষ দল এই মাঠে খেলে গিয়েছে। সেমিফাইনাল এবং ফাইনালের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এই আশায় যে ভারত এবং ইংল্যান্ড সেই জায়গায় পৌঁছবে। ভারত-পাকিস্তান ম্যাচও স্টেডিয়াম ক্যাপাসিটির প্রায় কাছাকাছি থাকবে। ইভেন্ট যত এগিয়ে আসবে ততই টিকিটের বিক্রি আরও বাড়বে। আমি আশা করি খুব শীঘ্রই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও সোল্ড আউট হয়ে যাবে। ৫০০০-এর উপর অ্যাথেলিট এই বারের কমওয়েথ গেমসে অংশ নেবে।" ব্রিটেনের সব থেকে বড় স্পোর্টিং ইভেন্ট হতে চলেছে এটি ২০১২ লন্ডন অলিম্পিকের পর।

ইয়ান রিডের আরও সংযোজন, "এখনও পর্যন্ত এই ইভেন্টের জন্য ১.২ মিলিয়ন টিকিট বিক্রি করেছি আমার। আমাদের আশা ইভেন্ট যত এগিয়ে আসবে ততই টিকিটের সংখ্যা বাড়বে। ২০১২ লন্ডন অলিম্পিকের পর ব্রিটেনে সব থেকে বড় স্পোর্টিং ইভেন্ট হতে চলেছে এটি। ৪৫০০০ ভলিন্টিয়ান এবং পেড স্টাফ এই ইভেন্টে দায়িত্বে থাকবেন। বিরাট বড় ইভেন্ট এটি।" ৭২টি কমনওয়েলথ মেম্বারই এই ইভেন্টে অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করেছে।

English summary
High demand for India vs Pakistan match ticket. Tickets are selling like hot cake for the India vs Pakistan Match in the Commonwealth Games 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X