For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কামিন্সের দৃষ্টান্ত স্থাপনের ভিডিও ভাইরাল! অ্যাশেজ জয়ের আনন্দে ধর্মপ্রাণ সতীর্থকে সামিল করতে বিশেষ উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

হোবার্ট টেস্টে ইংল্যান্ডকে পরাস্ত করে অস্ট্রেলিয়া দেশের মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজের দখল নিয়েছে। প্যাট কামিন্সের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাশজ জয়। আর তারই সেলিব্রেশনে দৃষ্টান্ত স্থাপন করলেন অজি অধিনায়ক। ধর্মপ্রাণ মুসলিম উসমান খাওয়াজাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেই নিলেন বিশেষ উদ্যোগ।

খাওয়াজার জন্য কামিন্সের দৃষ্টান্ত স্থাপনের ভিডিও ভাইরাল!

ট্রফি জয়ের পর সতীর্থদের নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়েই সিরিজ জয়। স্বাভাবিকভাবেই ট্রফি নিয়ে শ্যাম্পেনের বোতল খুলে উচ্ছ্বাসে সামিল গোটা অস্ট্রেলিয়া দল। হঠাৎই দেখা যায় প্যাট কামিন্স হাত তুলে কাউকে ডাকছেন। এরপরই তিনি সতীর্থদের অনুরোধ করেন শ্যাম্পেনের বোতলগুলি নামিয়ে রাখতে।

অ্যাশেজ-জয়ী অস্ট্রেলিয়া দলের সব সদস্যের ট্রফি নিয়ে উচ্ছ্বাসের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত টিভি ক্যামেরাম্যান থেকে চিত্র সাংবাদিকরা। কামিন্সের আহ্বানে সাড়া দিয়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেন উসমান খাওয়াজা। চলতি অ্যাশেজেইআড়াই বছর পর টেস্ট দলে কামব্যাক করেই দুই ইনিংসে শতরান হাঁকিয়ে বছরের প্রথম টেস্টেই যিনি সকলকে চমকে দিয়েছিলেন।

উসমান খাওয়াজার জন্ম পাকিস্তানে। পরে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে তাঁর অভিষেক। ধর্মপ্রাণ উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার অ্যাশেজ সেলিব্রেশন থেকে কিছুটা সরে দাঁড়িয়েছিলেন। শ্যাম্পেনের বোতল খুলে যখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রীতি মেনে একে অপরকে শ্যাম্পেন-স্নান করাচ্ছিলেন, তখন তার থেকে দূরে থাকাই খাওয়াজা শ্রেয় বলে মনে করেছিলেন নিজের ধর্মবিশ্বাসের কারণে। কিন্তু কামিন্স তা লক্ষ্য করে ডেকে নেন সতীর্থকে।

খাওয়াজার জন্য কামিন্সের দৃষ্টান্ত স্থাপনের ভিডিও ভাইরাল!

পরে সাংবাদিকদের কামিন্স জানান, উসমান একজন মুসলিম। কেউ তাঁর দিকে শ্যাম্পেন ছুড়ুক সেটা তিনি পছন্দ করেন না। কিন্তু আমি সকলকে বলি, খাওয়াজার দিকে যেন শ্যাম্পেন ছোড়া না হয়। সকলে সেই বোতলগুলি নামিয়ে রাখতে উসমানকে আমরা আমাদের সেলিব্রেশনে সামিল করতে পেরেছি। উসমান খাওয়াজা নিজে যেমন কামিন্স-সহ গোটা দলের এই দৃষ্টান্ত স্থাপনে মুগ্ধ, তেমনই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর গুল-সহ ক্রিকেটপ্রেমীরাও কামিন্সের এই পদক্ষেপের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

English summary
Pat Cummins Has Been Lauded For His Gesture After Ashes Win As He Pauses Celebrations For Usman Khawaja. Khawaja Stepped Aside To Avoid Being Sprayed With Alcohol During Celebrations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X