আইপিএল ২০২১-এর আগে দুই তারকাকে ছাড়তে চলেছে সিএসকে! রায়নাকে নিয়ে কী ভাবনা?
আর কিছুদিনের মধ্যে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দুই তারকা ক্রিকেটারকে ছাড়তে চলেছে চেন্নাই সুপার কিংস। হলুদ জার্সিতে সুরেশ রায়না ও কেদার যাদবের ভবিষ্যত কী, তাও শীঘ্র ঠিক করা হবে বলে জানানো হয়েছে।

পীযূষ-বিজয়কে ছাড়তে পারে সিএসকে
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আইপিএলের গত মরসুমে পারফরম্যান্সে হতাশ করা স্পিনার পীযূষ চাওলা ও ওপেনার মুরলী বিজয়কে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে ২০২০ সংস্করণের জন্য নিলামে ৬.৭৫ কোটি টাকা দিয়ে ভারতীয় লেগ স্পিনারকে কিনেছিল এমএস ধোনির দল। অন্যদিকে ২০১৮ সালে যে আশা নিয়ে মুরলী বিজয়কে পুনরায় কেনা হয়েছিল, সেই মতো তিনি পারফরম্যান্স করতে পারেননি।

রায়না এবং কেদারের কী ভবিষ্যত
করোনা ভাইরাসের আবহে গত মরসুমে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে অস্বীকার করে দিয়েছিলেন সুরেশ রায়না। দুবাই থেকে পত্রপাট ভারত ফিরেছিলেন সিএসকে ক্রিকেটার। সেই মিস্টার আইপিএল-কে আগামী মরসুমের জন্য দলে রাখা হবে কিনা, সে ব্যাপারে চেন্নাই অধিনায়ক এমএস ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। গত মরসুমে সুপার ফ্লপ কেদার যাদবের ভবিষ্যত নিয়ে 'থালা'-ই শেষ কথা বলবেন বলে জানিয়েছে সিএসকে।

আইপিএল ২০২০-তে সিএসকে
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে সাত নম্বরে অবস্থান ছিল চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে-অফের বাইরে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয় মহেন্দ্র সিং ধোনিকে।

ধোনির শেষ আইপিএল নয়
ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ২০২১ সালের আইপিএল যে তিনি খেলবেন, তা নিজেই জানিয়েছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। সেক্ষেত্রে এবারেরটাই তাঁর শেষ আইপিএল নয় তো, প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে।
করোনার আবহে দুই ধাপে ভারতে পৌঁছবে ইংল্যান্ড, রুটদের স্বাগত জানাতে কি প্রস্তুত বিসিসিআই?