আইপিএল ২০২১-এর মেগা নিলামে ধোনিকে ছেড়ে দেওয়া উচিত সিএসকে-র, মত প্রাক্তনীর
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ২০২০ সালের আইপিএল সফলভাবেই আয়োজন করেছে বিসিসিআই। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী আইপিএল ভারতেই হতে পারে। তার আগে টুর্নামেন্টের মেগা নিলাম অনুষ্ঠিত হয় কিনা, তা নিয়েও আলোচনা চলছে। তেমনটা হলে চেন্নাই সুপার কিংস দলে কোন বড় পরিবর্তন হওয়া উচিত, তা জানিয়ে দিলেন প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়া।

কী মনে করেন চোপড়া
আইপিএল ২০২১-এর জন্য মেগা নিলাম হলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বাইরে রেখে সিএসকে-র দল সাজানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের কাছে সেটাই বুদ্ধিমানের কাজ হবে বলে বিশ্বাস করেন আকাশ।

কী ভেবে বললেন আকাশ
টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার কথায়, মেগা নিলামে কোনও দল যে যে ক্রিকেটারদের কিনবে বা যাঁদের রেখে দেবে, তাঁদের অন্তত তিন বছর ধরে রাখতে হবে। কম বেশি হলেও হয়তো আর এক কিংবা দুই বছর খেলবেন এমএসডি। সেক্ষেত্রে তাঁকে দলে রাখার অর্থ ভবিষ্যত হয়ে উঠতে পারেন, এমন কোনও ক্রিকেটারের সুযোগ আটকে দেওয়া বলে মনে করেন আকাশ চোপড়া।

আইপিএল ২০২০-তে ব্যর্থ সিএসকে
আট দলের আইপিএল ২০২০-তে সপ্তম স্থানে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে এমন হতশ্রী পারফরম্যান্স এর আগে কখনও নজরে পড়েনি। ফলে এমএস ধোনি শিবিরের এবারের পারফরম্যান্স সিএসকে ফ্যানদের হতাশ করেছে।

এমএস ধোনির ফর্ম
সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২০০ রানের বেশি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-র ভরাডুবির জন্য অধিনায়কের হতশ্রী পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলছেন অনেকে। নিজে মুখে আগামী আইপিএল খেলার কথা জানালেও, ততদিনে নিজের ফিটনেস এবং রিফ্লেক্স কি ফিরিয়ে আনতে পারবেন ধোনি, প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।
কোন দল কোন বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক
