For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-চিন সিমান্তে শহিদ জাওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, নাম জড়িয়ে গেল ধোনির ফ্র্যাঞ্চাইজির

ভারত-চিন সিমান্তে শহিদ জাওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, নাম জড়িয়ে গেল ধোনির ফ্র্যাঞ্চাইজির

  • |
Google Oneindia Bengali News

সোমবার রাতে ভারত-চিন সীমান্ত সংঘর্ষে শহিদ ভারতীয় ২০ জওয়ান। সীমান্তে চিনা আক্রমণের শহিদ হন তাঁরা। ক্রিকেটার থেকে দেশবাসী শহিদ জাওয়ানদের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ জানিয়েছেন। তবে চেন্নাই শিবিরে, শহিদ জওয়ানদের অশ্রদ্ধা করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

কী নিয়ে বিতর্ক

কী নিয়ে বিতর্ক

আইপিএলের তিন বারের বিজয়ী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস সরাসরি বির্তকে জড়িত নয়। চেন্নাই দলের ডাক্তার মধু ঠোটটাপল্লিল সীমান্তে চিনের আক্রমণ রুখতে গিয়ে শহিদ ভারতীয় জাওয়ানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।

কী মন্তব্য করেন ঐ ডাক্তার

কী মন্তব্য করেন ঐ ডাক্তার

চেন্নাই দলের ডাক্তার টুইটে লেখেন, 'জানতে ইচ্ছে করছে শহিদ জাওয়ানদের কফিনে কি এবার পিএম কেয়ার লেখা থাকবে?'

টুইট ভাইরাল, বিতর্কে চেন্নাই

টুইট ভাইরাল, বিতর্কে চেন্নাই

দলের ডাক্তারের এই পোস্ট ক্রিকেট ফ্যানেদের মধ্যে ভাইরাল হয়ে গেলে তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। ফলে তড়িতড়ি আসরে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

ডাক্তারের বিরুদ্ধে নেওয়া হল কড়া ব্যবস্থা

ডাক্তারের বিরুদ্ধে নেওয়া হল কড়া ব্যবস্থা

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে টিমের ডাক্তারের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে চেন্নাই শিবিরের কোনও যোগাযোগ নেই। দেশের সেনাকে নিয়ে এমন করুচিকর বিতর্কিত টুইটের জন্য দল ক্ষমাপ্রার্থী। দলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করা হল।'

২০০৬-এর প্রত্যাবর্তনে দুর্ধর্ষ সৌরভের সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপ স্মরণ প্রাক্তন বোলারের২০০৬-এর প্রত্যাবর্তনে দুর্ধর্ষ সৌরভের সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপ স্মরণ প্রাক্তন বোলারের

English summary
CSK suspends team doctor Madhu Thottappillil for insensitive tweet on indian martyrs in galwan-valley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X