For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-তে সিএসকে-র হতশ্রী পারফরম্যান্স তুলে দিল যে যে প্রশ্ন

আইপিএল ২০২০-তে সিএসকে-র হতশ্রী পারফরম্যান্স তুলে দিল যে যে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

আট দলের আইপিএল ২০২০-তে সপ্তম স্থানে শেষ করেছেন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে এমন হতশ্রী পারফরম্যান্স এর আগে কখনও নজরে পড়েনি। ফলে এমএস ধোনি শিবিরের এবারের পারফরম্যান্স সিএসকে ফ্যানদের হতাশ করেছে। একই আগামী দিনের জন্য বেশ কয়েকটি প্রশ্নও তুলে দেওয়া হয়েছে। সেদিকে নজর ফেরানো যাক।

টিম কম্বিনেশন

টিম কম্বিনেশন

করোনা ভাইরাসের কারণে সদ্য শেষ হওয়া আইপিএলে অংশ নেননি সুরেশ রায়না ও হরভজন সিং। এর জেরে টুর্নামেন্টে সিএসকে-র টিম কম্বিনেশন যে পুরোপুরি নড়ে যায়, তা নিশ্চিত। রায়না ও ভাজ্জির শূন্যতা পূরণ করতে ব্যর্থ হয় এমএস ধোনি শিবির। এখন প্রশ্ন এই দুই ক্রিকেটার আগামী আইপিএলেও অনুপস্থিত থাকলে তাঁদের পরিবর্ত হিসেবে কাদের নেবে এন শ্রীনিবাসনের দল।

এমএস ধোনির ফর্ম

এমএস ধোনির ফর্ম

সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২০০ রানের বেশি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-র ভরাডুবির জন্য অধিনায়কের হতশ্রী পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলছেন অনেকে। নিজে মুখে আগামী আইপিএল খেলার কথা জানালেও, ততদিনে নিজের ফিটনেস এবং রিফ্লেক্স কি ফিরিয়ে আনতে পারবেন ধোনি, প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

কেদারের প্রয়োজনীয়তা আছে কি

কেদারের প্রয়োজনীয়তা আছে কি

সদ্য শেষ হওয়া আইপিএলে সিএসকে ফ্যানদের নিরাশ করেছেন কেদার যাদব। একদিকে যেমন রান করতে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আগামী আইপিএলে সিএসকে কেদারকে ধরে রাখবে না ছেড়ে দেবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

স্পিন বিভাগের ব্যর্থতা

স্পিন বিভাগের ব্যর্থতা

হরভজন সিং অনুপস্থিত থাকায় অভিজ্ঞ পীয়ূষ চাওলা ও করণ শর্মাকে দলের স্পিন বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সিএসকে ম্যানেজমেন্ট। দুই জনেই দলের মুখ পুড়িয়েছেন। ফলে আগামী আইপিএলের জন্য সিএসকে শিবিরে যে নতুন স্পিনার আনা হবে, তা নিশ্চিত।

দীপাবলির পরই আইপিএল ২০২১-এর জন্যে দরপত্র ডাকবে বিসিসিআই: রিপোর্টদীপাবলির পরই আইপিএল ২০২১-এর জন্যে দরপত্র ডাকবে বিসিসিআই: রিপোর্ট

English summary
CSK's low performance in IPL 2020 leaves plenty of questions for future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X