
IPL 2021: ব্যর্থ ধোনি! রোহিত-হার্দিকের না খেলা নিয়ে জল্পনার মধ্যেই চোট পেলেন অম্বাতি
দুবাইয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরু হল একের পর এক নাটকীয় পরিস্থিতি দিয়ে। টসের কিছুক্ষণ আগেই জানা যায়, এই ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের টিম হাডলে পেপ টক দিতে দেখা যায় সূর্যকুমার যাদবকে, টিম ক্যাপ দেওয়া হয় আনমোলপ্রীত সিংকে। টসের সময় দেখা যায় নেতৃত্ব দিতে এলেন কায়রন পোলার্ড। এরপর জানা যায়, এই ম্যাচে খেলছেন না হার্দিক পাণ্ডিয়াও। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই সুপার কিংস।
Recommended Video


(ছবি- বিসিসিআই/আইপিএল)
রোহিত শর্মার চোট রয়েছে বলে জানা যাচ্ছে। কায়রন পোলার্ড বলেন, শুধু এই ম্যাচেই আমি নেতৃত্ব দিচ্ছি। রোহিত খুব দ্রুত দলে ফিরবেন। তবে হার্দিক পাণ্ডিয়া কেন বাদ সেটা স্পষ্ট হয়নি। মহেন্দ্র সিং ধোনি টস জিতে বলেছিলেন উইকেট দেখে ভালো মনে হচ্ছে। বড় রান তোলাই লক্ষ্য। যদিও সেই পরিকল্পনা ধাক্কা খায় প্রথম ওভার থেকেই। উইকেট থেকে সাহায্য মিলছে সিমারদের। প্রথম ওভারের পঞ্চম বলেই ট্রেন্ট বোল্টের বলে আউট হন ফাফ দু প্লেসি। পরের ওভারের তৃতীয় বলেই অ্যাডাম মিলনের শিকার হন মঈন আলি। দুজনের কেউই খাতা খুলতে পারেননি। চেন্নাইয়ের সমস্যা আরও বাড়ে যখন মিলনের এই ওভারেরই শেষ বলে কনুইয়ে চোট ছেড়ে মাঠ ছাড়তে বাধ্য হন অম্বাতি রায়ুডু।
⚡️
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Boult strikes in the first over! Faf du Plessis departs for a duck.
Live - https://t.co/4eiKsS5213 #CSKvMI #VIVOIPL pic.twitter.com/U33RdIrDEP
প্রথম সাক্ষাতে এই তিনজনের ব্যাটিংয়েই বড় রান তুলতে সক্ষম হয়েছিল চেন্নাই সুপার কিংস। ২ রানে ২ উইকেট হারানোর পর দলের ২ রানের মাথাতেই মাঠ ছাড়েন রায়ুডু। তাঁর চোট দেখে যা আশঙ্কা করা হচ্ছে তা বেশ গুরুতরই। ট্রেন্ট বোল্টের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে সুরেশ রায়না করেন মাত্র ৪। তিন ওভারে সিএসকে-র রান দাঁড়ায় তিন উইকেটে ৭। ষষ্ঠ ওভারের শেষ বলে মিলনেই ফেরান মহেন্দ্র সিং ধোনিকে। ৫ বলে ৩ রানের বেশি করতে পারেননি সিএসকে অধিনায়ক। ৬ ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৪। চেন্নাই সুপার কিংসের হয়ে চার বিদেশি ফাফ দু প্লেসি, ডোয়েইন ব্র্যাভো, জশ হ্যাজলউড ও মঈন আলি। মুম্বই ইন্ডিয়ান্স দলে অভিষেক হয়েছে আনমোলপ্রীত সিংয়ের।
That's wicket No.2!
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Milne strikes and Moeen Ali departs for a duck.
Live - https://t.co/4eiKsS5213 #CSKvMI #VIVOIPL pic.twitter.com/FuVFXfDE9t
চেন্নাই সুপার কিংস- ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড
Let's play!
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Who are you rooting for 💛 💙?
Live - https://t.co/754wPUkCIF #CSKvMI #VIVOIPL pic.twitter.com/CNgBsHQClM
মুম্বই ইন্ডিয়ান্স- কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট