For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: চেন্নাইয়ের ব্যাটিং ধস সামলে গাভাসকরের থেকে দরাজ সার্টিফিকেট আদায় ঋতুরাজের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ফিরতি সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে হারাতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ১৫৭ রান। যদিও যেভাবে পাওয়ার প্লে-তে ব্যাটিং ধস নেমেছিল চেন্নাই সুপার কিংসের ইনিংসে তাতে এত রান উঠবে তা ভাবতে পারেননি চেন্নাই সুপার কিংসের অতি বড় ভক্ত। সিম-সহায়ক পিচে যখন আগুন ঝরাচ্ছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনেরা তখনই চওড়া হয়ে দাঁড়াল ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট।

পরিত্রাতা ঋতুরাজ

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। পাওয়ার প্লে-তে ২৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। চার উইকেট পাঁচ উইকেটের সামিল, কেন না অ্যাডাম মিলনের বলে কনুইয়ে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অম্বাতি রায়ুডু। এরপর পঞ্চম উইকেট জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা যোগ করেন ৮১ রান। চেন্নাই সুপার কিংস দেড়শো পেরোতে সক্ষম হয় ঋতুরাজের বিধ্বংসী মেজাজের সঙ্গে ডোয়েইন ব্র্যাভোর ক্যামিওয়। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্য়ে আইপিএলে কেরিয়ারের সেরা ৫৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন পুনের ছেলে ঋতুরাজ গায়কোয়াড়। রবীন্দ্র জাদেজা ৩৩ বলে ২৬ রান করেন। তিনটি ছয়ের সাহায্যে ডোয়েইন ব্র্যাভো করেন ৮ বলে ২৩। ফাফ দু প্লেসি ও মঈন আলি ০ রানে আউট হন। মাঠ ছাড়ার আগে রায়ুডুও খাতা খুলতে পারেননি। মিলনের বলে পুল মারতে গিয়ে স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন অধিনায়ক ধোনি, তিনি করেন ৩।

 ব্যাটিংয়ে ক্রমাগত উন্নতি

ব্যাটিংয়ে ক্রমাগত উন্নতি

এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় ছন্দে ছিলেন না। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন। রাজস্থান রয়্যালের বিরুদ্ধে করেন ১০। ছন্দ ফিরে পেয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬৪, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩৩ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করেন ৭৫। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ৪ রানে ফিরলেও এদিন দলের ব্যাটিং ধস সামাল দিলেন দুরন্ত অর্ধশতরানের মাধ্যমে। ঋতুরাজের ব্যাটিংয়ে উন্নতি দেখে তার প্রশংসা করেছেন খোদ সুনীল গাভাসকর। গত বছরও সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলে তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এবারের আইপিএলেও তিনি তৃতীয় হাফ সেঞ্চুরি পেলেন এদিন। গত বছরের আইপিএলে ৬ ম্যাচে ২০৪ করেছিলেন, সেরা স্কোর ছিল ৭২। আইপিএল কেরিয়ারে নিজের সর্বাধিক রান এদিন পেলেন ঋতুরাজ গায়কোয়াড়।

৯ ওভারে ১০৮

১৯তম ওভারে ট্রেন্ট বোল্টের এক ওভারে ২৪ রান নেন ডোয়েইন ব্র্যাভো ও ঋতুরাজ। শেষ ৯ ওভারে চেন্নাই সুপার কিংস তোলে ১০৮ রান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেরা বোলিং অ্যাডাম মিলনের। দ্য হান্ড্রেডে সর্বোচ্চ উইকেটশিকারী এদিন ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নিলেন। শততম আইপিএল ম্যাচে জসপ্রীত বুমরাহ ৩৩ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন। ট্রেন্ট বোল্ট ৩৫ রানে নেন ২ উইকেট। সব কটি উইকেটই পেয়েছেন পেসাররা। ঋতুরাজ গায়কোয়াড় বলেন, উইকেটের অপর প্রান্তে যখন উইকেট পড়ছিল তখন নিজের উইকেট ধরে রাখতেই মনোনিবেশ করি। টার্গেট করেছিলাম অফ স্পিনারদের। সুনীল গাভাসকর ঋতুরাজের পরিণত ইনিংস দেখে তাঁকে দেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যানের স্বীকৃতি দিয়েছেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Mumbai Indians Need 157 Runs To Win Against Chennai Super Kings In Dubai. CSK Opener Rituraj Gaekwad Hits Third Fifty Of IPL 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X