For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার নতুন লিগে বিনিয়োগ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রধান

দক্ষিণ আফ্রিকার নতুন লিগে বিনিয়োগ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রধান

Google Oneindia Bengali News

মুম্বই ইন্ডিয়ান্সের মতোই দক্ষিণ আফ্রিকার নতুন ফ্রাঞ্চাইজি লিগে দল কিনেছে চেন্নাই সুপার কিংস-র নিয়ন্ত্রণকারী সংস্থা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উদ্যোগে হতে চলা নতুন টি-২০ ফ্রাঞ্চাইজি লিগে চেন্নাই সুপার কিংসের ফ্রাঞ্চাইজি দেখতে পাওয়া যাবে আফ্রিকার মাটিতে। জোহানেসবার্সের ওয়ান্ডেরার্স থেকে খেলবি সেই দল। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে মালিকানার বিষয়ে জানানোর পর এই নিয়ে সর্ব ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র কাছে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের মুখ্য আধিকারিক কাশি বিশ্বনাথন।

দক্ষিণ আফ্রিকার নতুন লিগে বিনিয়োগ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রধান

বিশ্বনাথ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার আসন্ন টি-২০ লিগে অংশ নেওয়ার কথা পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে অন্য কোনও লিগে সিএসকে অংশ নেবে কি না, সেই বিষয়ে বিবেচনা করছিলেন তিনি। তাঁর কথায়, "আমরা অন্য টি-২০ লিগে খেলার সুযোগের অপেক্ষায়. ছিলাম এবং এটাই প্রধান কারণ জোহানেসবার্গের ফ্রাঞ্চাইজির পিছনে খরচ করার।" পাশাপাশি তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় যে সিএসকে কি অন্য লিগে ফ্রাঞ্চাইজি নেওয়ার কথা ভাবছে, সেই প্রশ্নের উত্তরে বিশ্বনাথন বলেন, "এটা অনেক কিছুর উপর নির্ভরশীল। এটা নির্ভর করছে বিজনেস প্ল্যানের উপর। এখনই নিশ্চিত করতে পারছি না আমরা অন্যান্য লিগের ক্ষেত্রে এগবো কি না।"

দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ যেটি আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে সেখানে ৬টি দলই কিনেছে আইপিএল-এর ফ্রাঞ্চাইজিরা। এই ছয়টি বিনিয়োগকারী ভারতীয় সংস্থা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আরপিএসজি স্পোর্টস প্রাউভেট লিমিটেড, সান টিভি নেটওয়ার্ক লিমিটেড, চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড. রয়্যালস স্পোর্টস গ্রুপ এবং জেএসডাব্লিউ স্পোর্টস।

কেপটাউনের নিউল্যান্ডস থেকে খেলবে রিলায়েন্সের ফ্রাঞ্চাইজি, ডারবানে কিংসমেড থেকে খেলবে আরপিএসজি গ্রুপের দল। সান টিভির ফ্রাঞ্চাইজি খেলবে কুইবারার সেন্ট জর্জস পার্ক থেকে, রয়্যাল স্পোর্টস গ্রুপের দল খেলবে বোল্যান্ড পার্ক, পার্ল থেকে। প্রটোরিয়ার সুপার স্পোর্টস পার্ক থেকে খেলবে জেএসডাব্লিউ স্পোর্টস-এর মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি।

ক্রিকেট সাউথ আফ্রিকার টি-২০ লিগের কমিশনার প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ বলেছেন, "দক্ষিণ আফ্রিকার লিগে আমাদের নতুন ফ্রাঞ্চাইজি ওনারের আমন্ত্রণ জানাতে আমরা মুখিয়ে রয়েছি। ২০২৩-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই লিগ খেলা হবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য দারুণ একটা সময় এটা।"

English summary
CSK chief opens up on the investment in South African T20 cricket league. CEO of the company Kasi Viswanathan said they were looking for opportunities to play in other leagues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X