For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে মার্কি প্লেয়ার কারা? নিলামের আগে কাদের নিল মুম্বই ইন্ডিয়ান্সের কেপ টাউন?

  • |
Google Oneindia Bengali News

আগামী বছরের গোড়ায় ৬টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে টি ২০ লিগ। এই লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরাও দল কিনেছে। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে কেপ টাউনের দলটিকে। নিলামের আগে সেই এমআই কেপ টাউন পাঁচ ক্রিকেটারকে সই করিয়ে চমক দিল। তার মধ্যে ডেওয়াল্ড ব্রেভিস এবারই মুম্বইয়ের হয়ে আইপিএল খেলেছেন।

মুম্বইয়ের মালিকানায় কেপ টাউন

লিগের নিয়ম অনুযায়ী, ছয়টি দলকেই বলা হয়েছিল সর্বাধিক পাঁচজন ক্রিকেটার তারা নিলামের আগে বেছে নিতে পারবে। পাঁচজন ক্রিকেটারের মধ্যে থাকতে পারবে তিনজন বিদেশি, একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার এবং একজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার যাঁর আন্তর্জাতিক অভিষেক হয়নি। সেই মোতাবেক আফগানিস্তানের রশিদ খান, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান, দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাডা এবং উদীয়মান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কেপ টাউন ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের আগে প্রথম দল দল হিসেবে পাঁচ ক্রিকেটারের নাম জানিয়ে দিল এমআই কেপ টাউন।

পাঁচ ক্রিকেটার চুক্তিবদ্ধ

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, এমআই কেপ টাউনের দল গঠনের যাত্রা শুরুর মুহূর্তে আমি উত্তেজিত। সব সময় শক্তিশালী কোর গ্রুপ তৈরি করাই মুম্বই ইন্ডিয়ান্সের লক্ষ্য থাকে। এখানেও সেই দর্শন নিয়েই দল গঠনের প্রথম পদক্ষেপে আমরা পাঁচজন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছি। এই কোর গ্রুপকে ধরেই সামগ্রিক দল গঠন হবে। রশিদ, কাগিসো, লিয়াম, স্যামকে আমরা স্বাগত জানাচ্ছি। ডেওয়াল্ড আগে থেকেই আমাদের পরিবারের একজন, তিনিও এই লিগে আমাদের সঙ্গী থাকছেন।

মার্কি ৩০

মার্কি ৩০

গতকালই সিএসএ লিগের তরফে ৩০ জন মার্কি ক্রিকেটারকে সই করানোর কথা জানানো হয়েছিল। প্রতিটি দলে ১৭ জন ক্রিকেটার রাখা যাবে। বাকি দলগুলি এখনও জানায়নি তারা কাদের নেবে। জস বাটলার, মঈন আলি, ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ইয়ন মর্গ্যান, জেসন হোল্ডার, জেসন রয়রাও রয়েছেন এই তালিকায়। ইংল্যান্ডের ১১ জন, শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার এই লিগে খেলবেন। তবে ইংল্যান্ডের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি দর পাবেন। পাকিস্তানের কোনও ক্রিকেটারকে এই লিগে দেখা যাবে না। এর কারণ হিসেবে দুই ধরনের মত উঠে আসছে। কেউ বলছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা এখানে দল কেনায় পাক ক্রিকেটারদের রাখা যাচ্ছে না। অপর অংশের অভিমত, আন্তর্জাতিক ক্রীড়াসূচি ও পিএসএল থাকায় পাক ক্রিকেটাররা লিগে নেই।

সবচেয়ে দর বেশি ইংল্যান্ডের

সবচেয়ে দর বেশি ইংল্যান্ডের

লিগে সবচেয়ে দামি ক্রিকেটাররা কিন্তু ইংল্যান্ডেরই। লিয়াম লিভিংস্টোন ও জস বাটলার ৫ লক্ষ মার্কিন ডলার আয় করতে চলেছেন। মঈন আলির দর ৪ লক্ষ মার্কিন ডলার। ফাফ দু প্লেসি সাড়ে তিন লক্ষ মার্কিন ডলার দর পেতে চলেছেন। তিন লক্ষ মার্কিন ডলারের তালিকায় রয়েছেন কাগিসো রাবাডা, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ইয়ন মর্গ্যান ও স্যাম কারান। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও থাকছেন।

English summary
CSA T20 League Rashid Livingstone Curran Rabada Brevis Will Play For Mumbai Indians' Cape Town Team. CSA Announced That It Had Signed Over 30 Marquee Names For The League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X