For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশায় বিরাটরা! ওমিক্রনের জেরে স্থগিত প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেট

  • |
Google Oneindia Bengali News

ওমিক্রনের থাবা ক্রমেই চওড়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আগামী মাসে সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা করছেন সে দেশের বিজ্ঞানীরা। গতকাল নতুন করে ৮৫৬১ জনের দেহে সংক্রমণের হদিশ মিলেছে, অথচ তার এক দিন আগেই সংখ্যাটা ছিল ৪৩৭৩। এই অবস্থায় বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ কী হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশায় বিরাটরা! ওমিক্রনের জেরে স্থগিত প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেট

মুম্বই টেস্ট খেলেই ভারতীয় দলের চার্টার্ড বিমানে জোহানেসবার্গ যাওয়ার কথা। এক জৈব সুরক্ষা বলয় থেকে আরেক জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে। এখনও ঠিক রয়েছে, ভারতীয় দল মুম্বই থেকে ৮ ডিসেম্বর রওনা দিয়ে পৌঁছাবে ৯ তারিখ। কিন্তু সেটা আদৌ হবে কিনা তা নিয়েই রয়েছে সংশয়। এখনও দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় সরকার। ভারতীয় 'এ' দল দক্ষিণ আফ্রিকায় ব্লম্ফন্টিনে তিনটি আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় ম্যাচটি খেলছে। এখনও সেই দলকে ভারতে ফেরানোর কোনও পরিকল্পনা নেই। তবে ওই দলের সঙ্গে যোগ দিতে শার্দুল ঠাকুরকে বারণও করা হয়েছে।

ওমিক্রনে জেরবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশায় বিরাটরা!

দক্ষিণ আফ্রিকা সফর প্রসঙ্গে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, দিন দুয়েকের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। বিরাট বলেন, আমরা এখন এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যাতে সবদিক দেখেশুনে ও পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনা করতে হচ্ছে। অনেক রকমের প্রস্তুতির দরকার। দক্ষিণ আফ্রিকা সফরের অনেকে এই টেস্ট দলের জৈব সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন। ফলে তাঁদেরও নিভৃতবাসে কবে থেকে থাকতে হবে তা জানা প্রয়োজন। আমরা সিনিয়র সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করছি। যত দ্রুত বিষয়টি জানা যায় সেটাই মঙ্গল। বিরাট এটাও জানিয়েছেন, রাহুল দ্রাবিড় নিজেও বিষয়টি নিয়ে যাবতীয় আপডেট দলকে জানাচ্ছেন। একইসঙ্গে টেস্ট সিরিজের ফোকাস যাতে নষ্ট না হয় সে ব্যাপারেও সতর্ক ভারতীয় দল।

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিসিআই ক্রিকেট সাউথ আফ্রিকাকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। যদিও সবটাই জল্পনা বলে উড়িয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যকরী সিইও ফোলেৎসি মোসেকি বলেন, বিসিসিআইয়ের কাছ থেকে এমন প্রস্তাব আমরা পাইনি। এ নিয়ে আলোচনাও হয়নি। যা হচ্ছে সবটাই জল্পনা, সিএসএ এ ব্যাপারে অবগত নয়।

এর আগে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ স্থগিতের সেই ধারা এবার শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও। জৈব সুরক্ষা বলয় তৈরি করে ঘরোয়া ক্রিকেট এখনই চালানো সম্ভব নয়, আবার সংক্রমণও বাড়ছে। ওমিক্রনের জেরে তাই আজ থেকে অনুষ্ঠেয় ডিভিশন ২-এর তিনটি চার দিনের ম্যাচ স্থগিত করা হয়েছে। কয়েকজন ক্রিকেটারও করোনা আক্রান্ত। একদিনের ম্যাচগুলিও ২০২২ অবধি পিছিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের ১৯ থেকে ২২ তারিখ অবধি অনুষ্ঠেয় ডিভিশন ওয়ানের চারদিনের ম্যাচ নিয়ে অবশ্য এখনও পদক্ষেপ করা হয়নি।

English summary
Virat Kohli Expects The Team To get Clarity On The South Africa Tour In A Day Or Two. Cricket South Africa Postponed All Three Division 2 Four-Day Matches Scheduled To Start On Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X