For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে সর্বাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারের ক্রম তালিকা

আইপিএলে সর্বাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারের ক্রম তালিকা

  • |
Google Oneindia Bengali News

১৩তম বছর পূরণ করতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নানাবিধ পরিসংখ্যান। ব্যাটে-বলে কামাল দেখানো ছাড়াও টুর্নামেন্টে অন্যান্য উপায়ে জনপ্রিয় হয়েছেন ক্রিকেটার। কেউ টানা একই দলের হয়ে আইপিএল খেলে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেও নজর কেড়েছেন কোনও কোনও ক্রিকেটার। দেখে নেওয়া যাক তাঁদেরই এক তালিকা।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়ার অধিনায়ক আইপিএলে মোট সাতটি দলের হয়ে খেলেছেন। ৩৩ বছরের এই ব্যাটসম্যানের ২০১০ সালে আইপিএল অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের জার্সিতে। এরপর দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল খেলতে দেখা গিয়েছে ফিঞ্চকে। এবার তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক আইপিএলে ৬টি দলের হয়ে খেলেছেন। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে তাঁর আইপিএল অভিষেক হয়। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত লায়ন্সের জার্সিতেও আইপিএল খেলতে দেখা যায় কার্তিককে। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

পার্থিব প্যাটেল

পার্থিব প্যাটেল

ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেলও আইপিএলে ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালের চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল। এরপর কোচি টাস্কার্স কেরালা, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেও মাঠে নামতে দেখা গিয়েছে প্যাটেলকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করা পার্থিব বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য।

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার তালিকাও দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেলের মতোই দীর্ঘ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করা ইশু ইতিমধ্যে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুনে সুপার জায়ান্টস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্ট খেলছেন ইশান্ত। মোট ৬টি দলের হয়ে আইপিএল খেলেছেন ভারতীয় ফাস্ট বোলার।

থিসারা পেরেরা

থিসারা পেরেরা

শ্রীলঙ্কার অল-রাউন্ডার থিসারা পেরেরা চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলেছেন।

English summary
Cricketers who have represented six or more IPL franchises news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X