রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন রোহিত, সঙ্গী আরও ৪ ভারতীয় ক্রীড়াবিদ
এ বছরের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। একই পুরস্কার পাচ্ছেন টেবিল টেনিসের মহিলা চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত ও প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান টি। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

রোহিতের কীর্তি
২০১৯ সালের বিশ্বকাপে পাঁচটি শতরান করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন রোহিত শর্মা। ওই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক (৬৪৮ রান) হওয়ার পাশাপাশি ওই বছর সেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। একই বছর টেস্টে দ্বিশতরানও এসেছে হিটম্যানের ব্যাট থেকে।

চতুর্থ ক্রিকেটার রোহিত
দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতলেন রোহিত শর্মা। তাঁর আগে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টিম ইন্ডিয়ার বর্তমান নেতা বিরাট কোহলি একই পুরস্কার জিতেছেন।

রোহিতের কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭১৩ রান করেছেন হিটম্যান। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত।

তালিকায় আর কারা
রোহিত শর্মা ছাড়াও এ বছরের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত, মহিলা টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, ভারতের হকি দলের অধিনায়ক রানি রামপাল। একই পুরস্কার পাচ্ছেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু।