For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে বাইশ গজে বিতর্কের পাঁচ কাহন

২০১৯ সালে বাইশ গজে বিতর্কের পাঁচ কাহন

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের বাকি আর মাত্র কয়েকদিন। আসছে ২০২০। তার আগে একনজরে ২০১৯ সালে ২২ গজে কী কী বিতর্ক তৈরি হয়েছে দেখে নিন

 অশ্বিন-বাটলার মানকড়িং

অশ্বিন-বাটলার মানকড়িং

সরগরম আইপিএল। ২০১৯ আইপিএলে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত রাজস্থানের উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলারের মানকাডের ঘটনা। রাজস্থান রয়্যালস বনাম কিং ইলেভেন পঞ্জাবের ম্যাচে বাটলার বোলিং এন্ডের ক্রিজ ছেড়ে এগিয়ে গেলে তাঁকে মানকাড করেছিলেন অশ্বিন। যারপর স্পিরিট অফ ক্রিকেট নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান সেই ম্যাচ হারে। ক্রিকেটের নিয়ম মেনেই আউট করেছিলেন বলে মন্তব্য করেছিলেন অশ্বিন।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ম্যাচে সরফরাজের হাই

ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের ম্যাচে মাঠের মাঝে খেলা চলাকালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ হাই তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই নিয়ে তুমুল হইচই হয়েছিল।

বিশ্বকাপে ম্যাচের আগে, পাক দলের পার্টি করার মুহূর্ত

একটা নয়, ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের পর দুটি বিতর্ক হয়েছে। সরফরাজের হাইয়ের বিতর্কের পাশাপাশি ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এক রেঁস্তোরায় গভীর রাত পর্যন্ত পাকিস্তান দলের কয়েকজন ক্রিকেটারের পার্টি করার মুহূর্ত ভাইরাল হয়। যা নিয়ে পাক সংবাদমাধ্যম তুমুল সমালোচনা করেছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, শোয়েব মালিক স্ত্রীকে নিয়ে পার্টিতে উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ নাকি বৃষ্টির কাপ

বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে এবছর সবচেয়ে বেশি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। শুধু তাই নয় বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি দু'দিনে হয়েছিল। বৃষ্টিতে একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ট্রোল ও মিম তৈরি হয়েছিল।

বিশ্বকাপ ফাইনালের বিতর্ক

বিশ্বকাপ ফাইনালের বিতর্ক

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দল সুপার ওভারে একই রান তুললেও ম্যাচে বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ট্রফি জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ড ২৪১ রান তুলেছিল। জবাবে ইংল্যান্ডও ২৪১ রান তোলে। এরপর সুপার ওভারে দুই দলই ১৫ রান তুলেছিল।

এরপর আইসিসি'র বাউন্ডারি কাউন্টের নিয়মে ইংল্যান্ড প্রথমবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেট দুনিয়ায় যা নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়।

English summary
Cricket year 2019 in Review: Mankading to WC final, top 5 cricket controversies of 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X