For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে পিছোল ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

করোনার জেরে পিছোল ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির সূচি নতুন করে প্রকাশ করল আইসিসি। একই সঙ্গে অতিমারীর জেরে স্থগিত হয়ে যাওয়া অন্যান্য টুর্নামেন্টগুলির সূচিও নতুন করে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

করোনার জেরে পিছোল ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

১) ২০২১ সালের ১৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত ওমানে চলবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ। প্রতিযোগিতায় ওমান ছাড়া অংশ নেবে আমেরিকা ও নেপাল।

২) ২০২১ সালের ১৪ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পাপুয়া নিউ গিনি-তে চলবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ। প্রতিযোগিতায় পিএনজি ছাড়াও অংশ নেবে ওমান ও স্কটল্যান্ড।

৩) ২০২১ সালের ১৩ থেকে ২৩ মে পর্যন্ত পাপুয়া নিউ গিনি-তে চলবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ। প্রতিযোগিতায় পিএনজি ছাড়াও অংশ নেবে আমেরিকা ও নামিবিয়া।

৪) ২০২১ সালের জুলাই, অগাস্ট, ডিসেম্বরে যথাক্রমে স্কটল্যান্ড, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীতে হবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ।

৫) ২০২২ সালের ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও হবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ।

৬) ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও হবে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্যাচ।

৭) ২০২১ সালের অগাস্ট, সেপ্টেম্বরে কানাডা এবং জার্সিতে যথাক্রমে আইসিসি মেনস চ্যালেঞ্জ লিগ এ ও বি-র ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ নেবে ডেনমার্ক, মালেশিয়া, কাতার, সিঙ্গাপুর, ভানুআটু, বারমুডা, হংকং, ইতালি, কেনিয়া, উগান্ডার মতো দেশগুলি।

৮) ২০২২ সালের ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরেও যথাক্রমে আইসিসি মেনস চ্যালেঞ্জ লিগ বি ও এ-র ম্যাচ অনুষ্ঠিত হবে।

৯) ২০২৩ সালের শুরুতে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ অনুষ্ঠিত হবে।

১০) ২০২৩ সালের ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জিম্বাবোয়ে-তে ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলা হবে।

English summary
Cricket World Cup 2023 qualifying matches rescheduled for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X