For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর ক্রিকেটে নতুন ফর্ম্যাট! খেলা হবে ৩৬ ওভারে!

করোনার পর ক্রিকেটে নতুন ফর্ম্যাট! খেলা হবে ৩৬ ওভারে!

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের পর আরও এক দেশে করোনা পরবর্তী ক্রিকেট শুরুর দামামা বেজে গেল। বুধবার কোভিড-১৯ পরবর্তী সময়ে নিজের দেশে ক্রিকেট শুরু নিয়ে বড় সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

প্রোটিয়া ক্রিকেট বোর্ড কী জানিয়েছে

প্রোটিয়া ক্রিকেট বোর্ড কী জানিয়েছে

বুধবার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়েছে মার্চ থেকে করোনার কারণে ক্রিকেট বন্ধের পর ২৭ জুন থেকে সেদেশ ক্রিকেট মাঠে বল গড়াতে চলেছে।

নতুন টুর্নামেন্টের ঘোষণা

নতুন টুর্নামেন্টের ঘোষণা

থ্রিটি ক্রিকেট নামের একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা প্রোটিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করল। দক্ষিণ আফ্রিকার সেরা ২৪ ক্রিকেটারকে নিয়ে তিনটি দলে ভাগ করে এই থ্রিটি ক্রিকেট প্রতিযোগিতা খেলা হবে। নতুন এই টুর্নামেন্ট 'সলিডারিটি কাপ'

নতুন ফর্ম্যাট খেলা হবে ৩৬ ওভারে

নতুন ফর্ম্যাট খেলা হবে ৩৬ ওভারে

সলিডারিটি কাপ সম্পূর্ণ নতুন এক ফর্ম্যাটে খেলা হতে চলেছে। যেখানে ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে। ১৮ ওভারের দুটি ইনিংস মিলিয়ে ম্যাচ। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। এর মধ্যে বিপক্ষের দুই দল ৬ ওভার করে বল করবে। ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবে।

নতুন নিয়ম

নতুন নিয়ম

ম্যাচের প্রথমার্ধে যে দলের রান বেশি ছিল তারা দ্বিতীয়ার্ধে আগে ব্যাট করবে। নতুন ফর্ম্যাটে নতুন সংযোজন লাস্ট ম্যান স্ট্যান্ডিং-এর ধারণা। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবে। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

একনজরে তিন অধিনায়ক

একনজরে তিন অধিনায়ক

সলিডারিটি কাপে তিন দলের অধিনায়ক যথাক্রমে এবি ডি'ভিলিয়ার্স, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি 'কক।

English summary
Cricket is set to return in a brand-new format after Corona in South Africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X