বিরাটকে পিতৃক্লাবে স্বাগত জানালেন সচিন থেকে পান্ডিয়া, শুভেচ্ছা অনুষ্কাকেও
সদ্য এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মা হয়েছেন তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রচার করেছেন রান মেশিন। তা জানার পরই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইনবক্স। সেই তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম সামিল রয়েছে।
|
সচিনের শুভেচ্ছা
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে তাঁদের নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আগামী দিনের জন্য নবজাতককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
|
হার্দিকের অভিনন্দন
২০২০ সালে বাবা হওয়া হার্দিক পান্ডিয়া, অধিনায়ক বিরাট কোহলির আবেগ মনপ্রাণ দিয়ে অনুভব করতে পারছেন। তাই তো রান মেশিনকে পিতৃক্লাবে স্বাগত জানিয়েছেন ভারতীয় অল-রাউন্ডার।
|
হরভজনের বার্তা
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রীকে তাঁদের নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। নবজাতকের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা অর্পণ করেছেন ভাজ্জি।
|
অশ্বিনের শুভেচ্ছা
ব্যাট হাতে সিডনি টেস্টে ভারতের মান বাঁচানো অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানাতে কার্পন্য করেননি। দুই কন্যা সন্তানের পিতা অশ্বিন, অধিনায়ক কোহলি নিজের ক্লাবে স্বাগত জানিয়েছেন।
|
আইপিএল ফ্র্যাঞ্চাইজি
অধিনায়ক বিরাট কোহলির বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়েছে তাঁর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারকা দম্পতি এবং তাঁদের কন্যা সন্তানের সুস্থতা কামনা করেছে আরসিবি। কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের জন্মদিনেই ভূমিষ্ঠ হওয়া বিরুষ্কার কন্যা সন্তানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।

ধোনি-রোহিত-রাহানেদের সঙ্গে বেবি গার্লদের ফাদার্স ক্লাবে বিরাট