আইপিএলের আগে প্রতিদিনই ভয়ংকর হয়ে উঠছেন আফগান এই ক্রিকেটার, সিপিএলে জুকসের তৃতীয় জয়
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা দুরন্ত জয় সেন্ট লুসিয়া জুকসের। গায়না আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিল ড্যারেন স্যামির দল।
|
কত রানে ম্যাচ জয়
জুকসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান তাড়া করতে নেমে গায়না ওয়ারিয়ার্স দল ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে ইনিংস শেষ করে। জুকস ম্যাচ জিতল ১০ রান।
|
রস্টন চেজের দুরন্ত ইনিংস
প্রথমে ব্যাট করে জুকস ১৪৪ রান তুলতে পারে। দলের হয়ে রস্টন চেজ ৫১ বলে ৬৬ রান করেন। ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন চেজ।

ফিনিশার নবি
শেষদিকে আফগান ক্রিকেটার মহম্মদ নবি ২৪ বলে ২৭ রান যোগ না করলে জুকসের ইনিংস আরও আগেই গুটিয়ে যেতে পারত। নবির ইনিংস ২টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো। ২০ ওভার শেষে জুকস ১৪৪ রান তুলতে পারে। পাশাপাশি বল হাতে ৪ ওভারে ১৭ রান খরচে ১ উইকেট তুলে নিয়েছেন নবি।
|
তাহিরের দুরন্ত বোলিং
আইপিএলে চেন্নাই দলের হয়ে মাঠে নামার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমাজন ওয়ারিয়র্স দলের হয়ে খেলছেন ইমরান তাহির। রবিবার ৪ ওভারে হাত ঘুরিয়ে ২২ রান খরচে ৩ উইকেট তুলে নিলেন।
|
ব্যাটে ব্যর্থ আমাজন ওয়ারিয়র্স
গায়না আমাজন ওয়ারিয়ার্স দলের হয়ে নিকোলাস পুরান ৪৯ বলে ৬৮ রানের ইনিংস হাঁকালেও দল ১৪৫ রান তাড়া করে ম্যাচ জিততে ব্যর্থ। বাকিরা কেউই বলার মতো রান পাননি। দলের ইনিংস ১৩৪ রানে শেষ হয়েছে। ১০ রানে ম্যাচ হারে ওয়ারিয়র্স। চার ম্যাচ খেলে এটি ওয়ারিয়র্স দলের দ্বিতীয় হার।