For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইট জার্সিতে নারিন-ব্র্যাভো-পোলার্ড বনাম হেমরাজ-পুরান-টেলার, সিপিএলে আজ কাদের দিকে নজর থাকবে

নাইট জার্সিতে নারিন-ব্র্যাভো-পোলার্ড বনাম হেমরাজ-পুরান-টেলার, সিপিএলে আজ কাদের দিকে নজর থাকবে

  • |
Google Oneindia Bengali News

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঢাকে কাঠি। আজ ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে স্টার স্পোর্টস ১ তে শুরু হচ্ছে সিপিএল। টুর্নামেন্টে অষ্টম আসর ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। বিশেষ করে করোনার কারণে দীর্ঘ চার মাস ক্রিকেট বন্ধ থাকার পর মাঠে বল গড়ালেও এখন পর্যন্ত টি-২০ ক্রিকেটে কোনও ডুয়েল হয়নি। সেখানেই আজ থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পর্দা উঠতে চলেছে।

প্রথম ম্যাচে মুখোমুখি কারা

প্রথম ম্যাচে মুখোমুখি কারা

লিগের আজকের প্রথম ম্যাচের তিনবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়না আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নামবে। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে।

একনজরে টিম ত্রিনবাগো নাইট রাইডার্স

একনজরে টিম ত্রিনবাগো নাইট রাইডার্স

কাইরন পোলার্ড (অধিনায়ক), আলি খান, ডোয়েন ব্র্যাভো, ড্যারেন ব্র্যাভো, ফাওয়াদ আহমেদ, আকিল হোসেন, আমির জাঙ্গো,জাইডেন সিলস, কলিন মুনরো, সুনীল নারিন, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরি, টিম সাইফার্ট, সিকান্দার রাজা, লেন্ডল সিমন্স, প্রবীণ তাম্বে, টিওন ওয়েবস্টার।

ওপেনিং ম্যাচে সব বিদেশিকে কি পাচ্ছে ত্রিনবাগো

ওপেনিং ম্যাচে সব বিদেশিকে কি পাচ্ছে ত্রিনবাগো

ওপেনিং ম্যাচে দলের বেশিরভাগ বিদেশিকে পাচ্ছে ত্রিনবাগো। কলিন মুনরো, টিম সাইফার্ট, সিকান্দার রাজা দলের সঙ্গে যোগ দিয়েছেন।

দলের অন্যতম আকর্ষণ

দলের অন্যতম আকর্ষণ

মিস্ট্রি স্পিনার নারিনের সঙ্গে এবার প্রথম ম্যাচ থেকেই ৪৮ বছর বয়সী ভারতীয় স্পিনার প্রবীন তাম্বে বল করতে পারেন। ভারতের এই স্পিনার অতীতে আইপিএলে খেলেছেন। কিন্তু সিপিএলে এই প্রথম। প্রথম ম্যাচেই ম্যানেজমেন্ট তাম্বেকে রেখে দল সাজায় কিনা, সেটাই এখন দেখার।

একনজরে গায়না আমাজন ওয়ারিয়র্স দল

একনজরে গায়না আমাজন ওয়ারিয়র্স দল

ক্রিস গ্রিন (অধিনায়ক), চন্দ্রপল হেমরাজ, রস টেলর, শিমরোন হেটমের,ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, ওডেন স্মিথ, কেমো পল, শেরফেনে রাদার্ফোর্ড, ইমরান তাহির, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, কিমো পল, নভিন উল হক, জেসি সিং, অ্যান্থোনি ব্রাম্বলে।

গায়না আমাজন ওয়ারিয়র্স দলে কাঁদের দিকে নজর থাকবে

গায়না আমাজন ওয়ারিয়র্স দলে কাঁদের দিকে নজর থাকবে

এক বছর বিরতির পর সিপিএলে ফিরছেন রস টেলার। মারকুটে এই ব্যাটসম্যানের দিকে নজর থাকবে। এছাড়া দলের দুই ওপেনার চন্দ্রপল হেমরাজ ও ব্রেন্ডন কিং ও তিন নম্বরে নিকোলাস পুরান শুরু থেকে ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারেন। দলের অধিনায়ক ক্রিস গ্রিনকে এবছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেকেআর দলে নিয়েছে। সেই কারণে তাঁর দিকেও নজর থাকবে।

ত্রিনবাগো নাইট রাইডার্সে কাঁদের দিকে নজর থাকবে

ত্রিনবাগো নাইট রাইডার্সে কাঁদের দিকে নজর থাকবে

অধিনায়ক কাইরেন পোলার্ড থেকে ডোয়েন ব্র্যাভো, স্পিনার সুনীল নারিন। টি-২০ ক্রিকেটের মণি মুক্তোতে সাজানো ত্রিনবাগো নাইট রাইডার্স। এই দলেই এবার প্রবীন তাম্বে জুড়েছেন। তার দিকেও নজর থাকবে।

আজ থেকে শুরু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সিপিএল ওপেনিংয়ে নাইটদের ম্যাচ কখন দেখবেন জেনে নিনআজ থেকে শুরু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সিপিএল ওপেনিংয়ে নাইটদের ম্যাচ কখন দেখবেন জেনে নিন

English summary
CPL 2020 Opening: Trinbago Knight Riders vs Guyana Amazon Warriors Players to watch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X