LIVE
সিপিএল ২০২০ সেমিফাইনাল Live : ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় নাইট রাইডার্সের
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন নাইট বোলাররা। আকেয়াল হুসেনের নেতৃত্বে জামাইকা তালাওয়াসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভেঙে গুড়িয়ে দেয় শাহরুখ খানের দল। ৪ উইকেট নেন হুসেন। ২ উইকেট নেন খারি পিয়েরে। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে জামাইকা তালাওয়াস। মাত্র ২ রান করে আউট হয়েছেন আন্দ্রে রাসেলষ সর্বোচ্চ ৪১ রান করেছেন জামাইকার বোনের।
Newest First Oldest First
৪৪ বলে ৫৪ রান করেছেন লেন্ডল সিমন্স। ৪৩ বলে ৪৪ রান করেছেন ওয়েবস্টের।
৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় হাসিল ত্রিনবাগো নাইট রাইডার্সের।
১৪ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৯৭/১
১৩ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৯০/১
জয়ের থেকে ২০ রান দূরে ত্রিনবাগো নাইট রাইডার্স।
টিকেআরের সিমন্সকে রুখতে ব্যর্থ হচ্ছেন জামাইকার বোলাররা।
৩৮ রানে খেলছেন লেন্ডল সিমন্স।
১২ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৮০/১।
১১ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৭৬/১। জয়ের জন্য ৩২ রান প্রয়োজন শাহরুখ খানের দলের।
১০.৪ ওভারে নাইট রাইডার্সের স্কোর ৬৯/১।
নবম ওভার থেকে এল ৯ রান। ৯ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৬১/১।
ওয়েবস্টেরের ব্যাট থেকে এল দুর্দান্ত ছক্কা। ৭ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৫০/১।
৬ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৪২/১। জয়ের থেকে ৬৬ রান দূরে টিকেআর।
দুর্দান্ত টাচে থাকা টিকেআরের লেন্ডল সিমন্স ফের চার মারলেন।
দুটি চার সহ পঞ্চম ওভার থেকে এল ৯ রান। ৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৩৫/১।
৪ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ২৬/১। সেমিফাইনাল জিততে ৯৬ বলে ৮২ রান প্রয়োজন শাহরুখ খানের দলের।
শেষ বলে ফের চার হাঁকালেন ওয়েবস্টের। ৩ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ২৩/১।
এবার চার মারলেন টিওন ওয়েবস্টের।
২ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১৪/১।
সুনীল নারিনের উইকেট হারাল টিকেআর। একটি চার হাঁকিয়ে মুজিব উর রহমানের বলে বোল্ড হলেন সুনীল।
ব্যাট করছেন লেন্ডল সিমন্স ও সুনীল নারিন।
১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠতে ১০৮ রান করতে হবে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
শেষ বলে ছক্কা হাঁকালেন কার্লোস ব্রাথওয়েট। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানে শেষ হল জামাইকা তালাওয়াসের ইনিংস।
১০০ রান পূর্ণ হল জামাইকার।
একটি করে উইকেট নিয়েছেন টিকেআরের সুনীল নারিন ও ফওয়াদ আহমেদ।
২ উইকেট নিয়েছেন খারি পিয়েরে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আকেয়াল হুসেন।
১৮ ওভার শেষে জামাইকার স্কোর ৯২/৭।
READ MORE
নাইট অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্ত আংশিক সঠিক বলে প্রমাণিত। ম্যাচের প্রথম ওভারেই শূন্য রানে প্রথম উইকেট হারাল জামাইকা তালাওয়াস।
প্রথম ওভার শেষে জামাইকার স্কোর এক উইকেটের বিনিময়ে শূন্য রান। জার্মেইন ব্ল্যাকউডকে বোল্ড করেছেন আকিয়াল হুসেন।
ফের উইকেট হারাল জামাইকা। আউট দ্বিতীয় ওপেনার গ্লেন ফিলিপ।
নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সফলতা পেলেন খারি পিয়েরে।
২ ওভার শেষে জামাইকার স্কোর ২ উইকেটের বিনিময়ে ৫।
জামাইকার তৃতীয় উইকেটের পতন। দ্বিতীয় সফলতা পেলেন নাইট রাইডার্সের বোলার আকিয়াল হুসেন।
আউট হয়েছেন মুজিব উর রহমান। তিন ওভার শেষে জামাইকার স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১০।
চতু্র্থ ওভার থেকে ১১ রান বের করল জামাইকা তালাওয়াস। ৪ ওভার শেষে স্কোর ২১/৩।
জামাইকা তালাওয়াসের ব্যাটিংয়ে ধস। আকিয়াল হুসেনের বলে আউট হলেন আসিফ আলি। চার উইকেটের পতন।
পাঁচ ওভার শেষে জামাইকার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ২৫ রান।
৬ ওভার শেষে জামাইকার স্কোর ২৮/৪।
সপ্তম ওভার থেকে এল ৯ রান। ৭ ওভার শেষে জামাইকা তালাওয়াসের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৩৭।
অষ্টম ওভার থেকে এল ৫ রান। ৮ ওভার শেষে জামাইকার স্কোর ৪২/৪।
নবম ওভার থেকে এল ১০ রান। ৯ ওভার শেষে জামাইকা তালাওয়াসের রান ৪ উইকেটের বিনিময়ে ৫২। লডড়াই চালাচ্ছেন ব্যাটসম্যান বোনের।
১০ ওভার শেষে জামাইকা তালাওয়াসের রান ৪ উইকেটের বিনিময়ে ৫৫।
৩৬ বল খেলে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন বোনের। ৭ রান করে অপরাজিত রয়েছেন জামাইকার অধিনায়ক রোভম্যান পাওয়েল।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন আকিয়াল হুসেন।
১১ ওভার শেষে জামাইকার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান।
৪২ বলে ৪১ রান করে আউট হয়েছেন বোনের।
পঞ্চম উইকেট হারিয়েছে জামাইকা তালাওয়াস।
ব্যাট করছেন আন্দ্রে রাসেল।
১৩ ওভার শেষে জামাইকা তালাওয়াসের স্কোর ৬৮/৫।
২ রান করেই আউট ভয়ঙ্কর আন্দ্রে রাসেল। ৬৮ রানে ৬ উইকেট হারাল জামাইকা তালাওয়াস।
১৪ ওভার শেষে জামাইকার স্কোর ৬৮/৫।
১৫ ওভার শেষে জামাইকার স্কোর ৭৩/৬
ভয়ঙ্কর আন্দ্রে রাসেলকে ফিরিয়েছেন সুনীল নারিন।
নাইট বোলারদের দাপটে কার্যত কোণঠাসা জামাইকা তালাওয়াস। ১৬ ওভার শেষে স্কোর ৭৮/৬।
১৭তম ওভার থেকে ৪ রান বের করতে পারল জামাইকা।
১৭ ওভার শেষে জামাইকার স্কোর ৮২/৬
১৮তম ওভার থেকে এল ১০ রান। হাত খুলে আউট হলেন জামাইকার অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩৫ বলে ৩৩ রান করেছেন তিনি।
READ MORE
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed