For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল নাইট রাইডার্স

সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল নাইট রাইডার্স

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিবিঘ্নত ম্যাচে সেন্ট লুসিয়াকে ৬ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান ধরে রাখল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে দুই উইকেট নেওয়া ডোয়েন ব্র্যাভো বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি কেরিয়ারে ৫০০ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। অন্যদিকে ম্যাচ হারলেও সিপিএল তালিকার দ্বিতীয় স্থানেই অবস্থান করছেন সেন্ট লুসিয়া স্টারস।

 সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল নাইট রাইডার্স

পোর্ট অফ স্পেনের এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। ১৭.১ ওভারে সেন্ট লুসিয়া ৬ উইকেটের বিনিময়ে ১১১ রান তোলার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বন্ধ করে দেওয়া হয় খেলা। ড্যারেন স্যামি শিবিরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মহম্মদ নবি। নাইটদের হয়ে ২ উইকেট নেন ডোয়েন ব্র্যাভো। দীর্ঘক্ষণ পর ফের ম্যাচ শুরু হলেও ডিএলএস পদ্ধতিতে রানের লক্ষ্য এবং ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। জয়ের জন্য পোলার্ডদের ৯ ওভারে ৭২ রান করতে বলা হয়।

শুরুটা ভালো হয়নি ত্রিনবাগো নাইট রাইডার্সের। মাত্র ৩৪ রানে ওপেনার লেন্ডল সিমন্স (০), ওয়েবস্টার (৫), কলিন মুনরো (১৭) এবং কাইরন পোলার্ডের (৪) উইকেট হারিয়ে ফেলে শাহরুখ খান শিবির। তবে অন্যদিকে ক্রিজে জমে বসেন বাঁ-হাতি ড্যারেন ব্র্যাভো। তিনি ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সেইফার্টের (১৫) সঙ্গে জুটি বেঁধে নাইটদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ব্র্যাভো। সেন্ট লুসিয়া স্টারসের হয়ে ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডোয়েন ব্র্যাভো।

English summary
CPL 2020 : Knight Riders remains on the top by beating St Lucia Stars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X