For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : অপরাজেয় নাইদের সামনে সেন্ট লুসিয়া, বার্বাডোজ বনাম জামাইকার লড়াই

সিপিএল ২০২০ : অপরাজেয় নাইদের সামনে সেন্ট লুসিয়া, বার্বাডোজ বনাম জামাইকার লড়াই

  • |
Google Oneindia Bengali News

সিপিএলে পরপর আট ম্যাচ অপরাজিত থাকা ত্রিনবাগো নাইট রাইডার্স আজ ফের মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া স্টারস। অন্য ম্যাচে সিপিএল থেকে কার্যত ছিটকে যাওয়া বার্বাডোজ ট্রাইডেন্টসের বিরুদ্ধে আজ মাঠে নামছেন আন্দ্রে রাসেলের জামাইকা তালাওয়াস। সব দলের শক্তি ও দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক।

নাইট রাইডার্সের শক্তি ও দুর্বলতা

নাইট রাইডার্সের শক্তি ও দুর্বলতা

ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান শক্তি তাদের দলগত পারফরম্যান্স। সুনীল নারিন থেকে কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো থেকে ডোয়েন ব্র্যাভোদের মধ্যে কেউ না কেউ কোনও কোনও ম্যাচে নিজেদের সেরাটা দিচ্ছেন। তাই সিপিএলের এখনও পর্যন্ত সবকটি ম্যাচই জিততে পেরেছে শাহরুখ খানের দল। যদিও সেই পরিকল্পনা কখনও সখনও ভেস্তেও যেতে পারে।

সেন্ট লুসিয়ার শক্তি ও দুর্বলতা

সেন্ট লুসিয়ার শক্তি ও দুর্বলতা

ড্যারেন স্যামি, মহম্মদ নবি, আন্দ্রে ফ্লেচার, নাজিবুল্লাহ জারদান, কলিন ইনগ্রামরা এবারের সিপিএলে ফুল ফোটাচ্ছেন। তাই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ জিতেছে সেন্ট লুসিয়া স্টারস। তবে তাদের বোলিং বিভাগ এখনও ততটা কার্যকরী হতে পারেনি।

বার্বাডোজের শক্তি ও দুর্বলতা

বার্বাডোজের শক্তি ও দুর্বলতা

জেসন হোল্ডার, কোরি অ্যান্ডারসন, জনসন চার্লস, শাই হোপ, জোনাথন কার্টার, রশিদ খান সম্বৃদ্ধ বার্বাডোজ ট্রাইডেন্টস অনায়াসে সিপিএল খেতাব এবারও ধরে রাখতে পারত। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরে টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটির বেশি ম্যাচ জিততে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

জামাইকার শক্তি ও দুর্বলতা

জামাইকার শক্তি ও দুর্বলতা

আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, রোভম্যান পাওয়েল সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ জামাইকা তালাওয়াসের প্রধান শক্তি। সেই বিভাগেই লাগাতার ব্য়র্থ হয়ে চলেছে জামাইকা। টুর্নামেন্টে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি রাসেল। ফলে সিপিএলে মাত্র ৩ ম্যাচ জিততে পেরেছেন তালাওয়াস।

তালিকায় কার কোথায় স্থান

তালিকায় কার কোথায় স্থান

আট ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সমপরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া স্টারস। আট ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে জামাইকা তালাওয়াস। ৯ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

কোথায় ও কখন ম্যাচ

কোথায় ও কখন ম্যাচ

ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে হবে দুটি ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সেন্ট লুসিয়া স্টারসের মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স। রাত পৌনে বারোটা থেকে শুরু হবে বার্বাডোজ ট্রাইডেন্টস ও জামাইকা তালাওয়াসের ম্যাচ।

আবহাওয়া ও পিচ রিপোর্ট

আবহাওয়া ও পিচ রিপোর্ট

ত্রিনিদাদে আজও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পিচ ব্যাটিং সহায়ক হবেন বলে জানিয়েছেন কিউরেটর।

English summary
CPL 2020 : Kinght Riders and Jamaica will face St Lucia and Barados Tridents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X