For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের মুখোমুখি জামাইকা, বার্বাডোজের সঙ্গে গায়ানার লড়াই

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের মুখোমুখি জামাইকা, বার্বাডোজের সঙ্গে গায়ানার লড়াই

  • |
Google Oneindia Bengali News

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হচ্ছে পিছিয়ে পড়া জামাইকা তালাওয়াস। অন্যদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজেরও মরণ-বাঁচন ম্যাচে। চার দলের শক্তি দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক।

জামাইকা তালাওয়াসের শক্তি ও দুর্বলতা

জামাইকা তালাওয়াসের শক্তি ও দুর্বলতা

আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, রোভম্যান পাওয়েল সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ জামাইকা তালাওয়াসের প্রধান শক্তি। সেই বিভাগেই লাগাতার ব্য়র্থ হয়ে চলেছে জামাইকা। টুর্নামেন্টে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি রাসেল। ফলে সিপিএলে মাত্র ৩ ম্যাচ জিততে পেরেছেন তালাওয়াস।

সেন্ট কিটসের শক্তি ও দুর্বলতা

সেন্ট কিটসের শক্তি ও দুর্বলতা

এখনও পর্যন্ত একটি ম্যাচ জেতা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সিপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন ইতিমধ্যেই চুরমার হয়েছে। দুর্দান্ত দল হওয়া সত্ত্বেও সব বিভাগেই হার মেনেছেন ক্রিস লিন, রায়াদ এমরিট, এভিন লুইস এবং শেলডন কোটরেলরা।

বার্বাডোজ ট্রাইডেন্টসের শক্তি ও দুর্বলতা

বার্বাডোজ ট্রাইডেন্টসের শক্তি ও দুর্বলতা

জেসন হোল্ডার, কোরি অ্যান্ডারসন, জনসন চার্লস, শাই হোপ, জোনাথন কার্টার, রশিদ খান সম্বৃদ্ধ বার্বাডোজ ট্রাইডেন্টস অনায়াসে সিপিএল খেতাব এবারও ধরে রাখতে পারত। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরে টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটির বেশি ম্যাচ জিততে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গায়ানা অ্যামাজনের শক্তি ও দুর্বলতা

গায়ানা অ্যামাজনের শক্তি ও দুর্বলতা

শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, রস টেলর সম্বৃদ্ধ ব্যাটিং লাইন-আপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রধান শক্তি। দলে রয়েছেব ইমরান তাহির, কেমো পল, ক্রিস গ্রিনের মতো অভিজ্ঞ বোলররা। তবুও সিপিএলে চারটি ম্যাচ হারতে হয়েছে অ্যামাজনকে। মূলত ব্যাটিং ব্যর্থতাই এর জন্য দায়ী।

লিগ তালিকা স্থান

লিগ তালিকা স্থান

৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান জামাইকা তালাওয়াসের। আট ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। সমপরিমাণ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার সর্বশেষ বা ষষ্ঠ স্থানে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

কোথায় ও কখন ম্যাচ

কোথায় ও কখন ম্যাচ

সিপিএলের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হবে জামাইকা তালাওয়াস। শুক্রবার ভোর তিনটে নাগাদ বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

পিচ রিপোর্ট ও আবহওয়া

পিচ রিপোর্ট ও আবহওয়া

আজ ত্রিনিদাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দুই ম্যাচের পিচই ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।

English summary
CPL 2020 : Jamacia and Barbos will face St Kitts and Guyana Amazon respectively
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X