আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসে সিপিএলে ম্যাচ জিততে পারল কী থালাওয়াস?
দুরন্ত হাফ সেঞ্চুরিতে দলকে জেতাতে পারলেন না আন্দ্রে রাসেল। গায়না আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানে থেমে গেল জ্যামাইকা। পাওয়েলের নেতৃত্বাধীন জ্যামাইকা থালাওয়াসের বিরুদ্ধে ক্রিস গ্রিনের আমাজন ওয়ারিয়র্স ম্যাচ জিতল ১৪ রানে।
|
আন্দ্রে রাসেলের দুরন্ত হাফ হাফ সেঞ্চুরি
২৭ বলে আন্দ্রে রাসেল ৫২ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। ৪ টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন রাসেল। যদিও তিনি দলকে ম্যাচ জেতাতে পারলেন না। থালাওয়াস দলে রাসেল ছাড়া কেউই বলার মতো রান পাননি। অধিনায়ক পাওয়েল ২৩ রান যোগ করেন।
|
দুরন্ত বোলিং ক্রিস গ্রিনের
আমাজন ওয়ারিয়র্সের হয়ে অধিনায়ক ক্রিস গ্রিন দারুণ বোলিং করেন। নিয়মিত উইকেট তুলে নিয়ে তালাওয়াস দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন গ্রিন। ৩ ওভারে ১টি মেডেন সহ ১০ রান খরচে গ্রিন ২টি উইকেট নিয়েছেন।
|
ওয়ারিয়র্স দলের ব্যাটিং
এর আগে নির্ধারিত ২০ ওভারে গায়না আমাজন ওয়ারিয়র্স দল ১১৮রান তুলেছিল। ওপেনার ব্র্যান্ডন কিং ২৯ রান হাঁকান। অপর ওপেনার হেমরাজের সংগ্রহ ২১রান। মিডল অর্ডারে টেলার ২১ ছাড়া বাকিদের মধ্যে কেউ রান পাননি। তালাওয়াসের হয়ে স্পিনার মুজিব রহমান ও ব্রেথওয়েট ৩টি করে উইকেট নিয়েছেন। স্পিনার সন্দীপ লামিছানে ২টি ও আন্দ্রে রাসেল ১টি উইকেট নেন।
|
ওয়ারিয়র্স দলের বোলিং
১১৮ রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে এরপর ক্রিস গ্রিন, তাহির, নভীন উল হক, কিমো পলরা নিয়মিত উইকেট তুলে নিয়ে ১৪ রানে ম্যাচ জেতে।