LIVE
LIVE সিপিএল ২০২০ ফাইনাল : ১১ বল বাকি থাকতে ৮ উইকেট ফাইনাল জিতে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে নিজেদের জাত চেনাল ত্রিনবাগো নাইট রাইডার্স। একটু গভীরে গিয়ে বললে, জাত চেনালেন কাইরন পোলার্ড। ৪ উইকেট নিয়ে একাই নিজেদের দিকে ম্যাচ ঘুরিয়ে নেন নাইট অধিনায়ক। শাহরুখ খানের দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আলি খান ও ফওয়াদ আহমেদ। ১৯.১ ওভারে ১৫৪ রানেই শেষ হয়ে যায় সেন্ট লুসিয়ার ইনিংস। ড্যারেন স্যামিদের হয়ে সর্বাধিক ৩৯ রান করেছেন উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার।
Newest First Oldest First
এই নিয়ে চতুর্থ বারের জন্য সিপিএল চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স।
৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত লেন্ডল সিমন্স। ৪৭ বলে ৫৮ রান করেছেন ড্যারেন ব্র্যাভো।
১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে সিপিএল ২০২০ ফাইনাল জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স।
১৮ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১৫৩/২।
সিপিএল ২০২০ ফাইনাল জিততে ১২ বলে ২ রান করতে হবে নাইট রাইডার্সকে।
শেষ বলে ব্র্যাভোর ছক্কা। ১৭ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১৩৭/২। ১৮ বলে ১৮ রান প্রয়োজন পোলার্ডদের।
ড্যারেন ব্র্যাভোর সঙ্গে সিমন্সের ১০০ রানের পার্টনারশিপ।
লুসিয়া বোলার জাহির খানের ওভারে পরপর ছয় ও চার মারলেন লেন্ডল সিমন্স।
১৬ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১১৪/২। ২৪ বলে ৪১ রান প্রয়োজন শাহরুখ খানের দলের।
২৫ বলে ৪২ রান প্রয়োজন নাইটদের।
দুই ক্রিকেটারের মধ্যে ৯৩ রানের পার্টনারশিপ।
৩০ বলে নাইট রাইডার্সের প্রয়োজন ৪৪ রান। ৪০ বলে ৫৭ রানে ব্যাট করছেন সিমন্স। ৩৯ বলে ৪১ রানে খেলছেন ব্র্যাভো।
সিমন্সের পর ব্যাট ঘোরাতে শুরু করেছেন ব্র্যাভোও। ইতিমধ্যেই চারটি ছয় ও একটি চার এসেছে তাঁর ব্যাট থেকে।
সিপিএল ২০২০ চ্যাম্পিয়ন হতে ৫৯ রান করতে হবে শাহরুখ খানের দলকে।
লেন্ডল সিমন্স ও ড্যারেন ব্র্যাভোর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে জাাঁকিয়ে বসেছে নাইট রাইডার্স।
১২ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৮৪/২।
কেসরিক উইলিয়ামসের ওভার থেকে ১৬ রান বের করল নাইট রাইডার্স। দুর্দান্ত ছন্দে থাকা লেন্ডন সিমন্সের অর্ধশতরান পূর্ণ। ৩১ বলে ৫১ রানে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।
১১তম ওভার থেকে এল ৯ রান। ১১ ওভার শেষে নাইটদের স্কোর ৬৮/২। ৩৬ রানে ব্যাট করছেন সিমন্স।
ব্যাট চালাতে শুরু করেছেন নাইট রাইডার্স ওপেনার সিমন্স।
দশম ওভার থেকে এল ৯ রান। ১০ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৫৯/২। ম্যাচ তথা সিপিএল ফাইনাল জিততে ৬০ বলে ৯৬ রান করতে হবে পোলার্ডদের।
৯ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৫০/২।
সেন্ট লুসিয়ার দুর্দান্ত বোলিংয়ে বাধা পড়ছেন নাইট ব্যাটসম্যানরা।
৮ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৪৫/২
৭ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৪৩/২।
সপ্তম ওভারে মাত্র ৩ রান দিলেন সেন্ট লুসিয়ার রস্টন চেজ।
শেষ বলেও চার হাঁকালেন সিমন্স। ৬ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ৪০/২।
আবারও চার মারলেন সিমন্স। ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে নাইট রাইডার্স।
কেসরিক উইলিয়ামসের প্রথম ওভারেই চার মারলেন লেন্ডল সিমন্স।
৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ২৬/২। সিপিএল জিততে ৯০ বলে ১২৯ রান করতে হবে কাইরন পোলার্ডদের।
সেন্ট লুসিয়ার দুর্দান্ত বোলিংয়ে নাজেহাল নাইট ব্যাটসম্যানরা।
READ MORE
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।
সেমিফাইনাল নিয়ে টানা এগারোটি ম্যাচ জিতেছেন কাইরন পোলার্ডরা।
অন্যদিকে শুরুটা ভাল না হলেও হঠাৎই দুর্দান্ত খেলতে শুরু করেন ড্যারেন স্যামিরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হবে সিপিএলের ফাইনাল ম্যাচ।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার সিপিএল খেতাব জিতেছে ত্রিনিবাগো নাইট রাইডার্স।
৩ বার সিপিএল জিতেছেন কাইরন পোলার্ডরা।
এখনও পর্যন্ত একবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জেতেনি সেন্ট লুসিয়া স্টারস।
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
মাঠে নেমে পড়েছেন নাইট রাইডার্সের ফিল্ডাররা। ব্যাট করতে নামলেন সেন্ট লুসিয়ার দুই ব্যাটসম্যান।
প্রথম ওভার বল করবেন সেমিফাইনালের নায়ক আকেয়াল হুসেন।
প্রথম চার বলে এল চার রান।
প্রথম ওভার শেষে সেন্ট লুসিয়ার রান বিনা উইকেটে ৮।
নাইটদের হয়ে প্রথম উইকেট নিলেন আলি খান।
৮ রান করে আউট ভয়ঙ্কর রাহকিম কর্নওয়াল।
আলি খানের বলে বোল্ড হয়েছে কর্নওয়াল।
আলি খানের ওভারের শেষ বলে চার মারলেন আন্দ্রে ফ্লেচার।
আকেয়াল হুসেনের ওভারের পরপর চার হাঁকালেন সেন্ট লুসিয়ার ওপেনার মা্রক ডেয়াল।
২.৪ ওভারে সেন্ট লুসিয়ার রান ২৪/১।
৯ রানে ব্যাট করছেন ডেয়াল। ৫ রানে অপরাজিত ফ্লেচার।
৩ ওভার শেষে সেন্ট লুসিয়ার স্কোর ২৫/১।
তৃতীয় ওভার থেকে এল ৯ রান।
উইকেটের খোঁজে সিকান্দার রাজা বল করতে ডেকে হিতে বিপরীত হল। দুটি ছক্কা দিয়ে নাইট বোলারকে স্বাগত জানালেন আন্দ্রে ফ্লেচার।
দুটি ছক্কার পর একটি চার এল ফ্লেচারের ব্যাট থেকে।
৬ বলে ২১ রানে ব্যাট করছেন ফ্লেচার।
সেন্ট লুসিয়ার রানে চেক দিতে বদ্ধপরিকর নাইট রাইডার্স।
৪ ওভার শেষে সেন্ট লুসিয়ার রান ৪৩/১।
নাইট বোলিংয়ে ফের পরিবর্তন। বল করতে এলেন খারি পিয়েরে।
পঞ্চম ওভার থেকে এল চার রান। ৫ ওভার শেষে সেন্ট লুসিয়ার রান ৪৮/১।
সিপিএল ফাইনালে নাইট দলে নেই সুনীল নারিন। তাঁর অভাব অনুভূত হবে না তো!
দ্বিতীয় স্পেলে বল করতে এসেই চার খেলেন আলি খান।
READ MORE
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed