For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের বিরুদ্ধে লড়াকু জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রাইডেন্টসের

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের বিরুদ্ধে লড়াকু জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রাইডেন্টসের

  • |
Google Oneindia Bengali News

জয় দিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অভিযান শুরু করল বার্বাডোজ ট্রাইডেন্টস। করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্টের অষ্টম সংস্করণের দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৬ রানে হারিয়েছেন জেসন হোল্ডাররা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের বিরুদ্ধে লড়াকু জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রাইডেন্টসের

ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে সিপিএলের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ হয় যখন জনসন চার্লস, শাই হোপ এবং কোরি অ্যান্ডারসনের উইকেট শুরুতেই হারিয়ে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক জেসন হোল্ডার ও কেইল মেয়ার্সের ৬১ রানের পার্টনারশিপ। ২০ বলে ৩৭ রান করে আউট হন কেইল। ২২ বলে ৩৮ রান করেন হোল্ডার। শেষ বেলার মিচেল সান্টনার (২০) ও রশিদ খানের (২৬) লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২টি করে উইকেট নিয়েছেন সোহেল তানবীর, শেলডন কোটরেল ও রিয়াদ এমরিট।

জবাবে শুরুটা ভালো হলে ৩৯ রানের মধ্যে ওপেনার ক্রিস লিন ও এভিন লুইসকে হারিয়ে ফেলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এরপর লাইন টু লাইন বোলিং এবং মন্থর ব্যাটিংয়ের জন্য জসুয়া ডা সিলভার ৪১ এবং বেন ড্রাংকের ৩৪ কোনও কাজে আসেনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি সেন্ট কিটস। ম্যাচ জিতে মূল্যবান ২ পয়েন্ট ঘরে তুলেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল সান্টনার ও রশিদ খান।

English summary
CPL 2020 : Barbados Tridents beat St Kitts and Nevis Patriots by 6 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X