For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইশ গজে কোভিড কাঁটা, বাতিল পাক-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাইশ গজে কোভিড কাঁটা, বাতিল পাক-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে সময়টা মোটেই ভাল যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। একে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হার। তার ওপরে আবার কোভিডের জেরে ওডিআই সিরিজ পিছিয়ে যাওয়া। সবমিলিয়ে বেজায় সমস্যায় ক্যারেবিয়ানরা। গত ৯ ডিসেম্বর তারা করাচির মাটিতে পা রেখেছিল। তারপর থেকে তাদের শিবিরে একের পর এক সদস্য কোভিডাক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯। যার ফলে কিনা এবার স্থগিত হয়ে গেল পাক-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ।

বাইশ গজে কোভিড কাঁটা, বাতিল পাক-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বৃহস্পতিবার পাক ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি যৌথ বিবৃতিতে জানায় যে, অতিথি শিবিরে আরও ৫ জন সদস্য কোভিড আক্রান্ত হয়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আরটি-পিসিআর টেস্টে এমনটা জানা গিয়েছে৷ বিবৃতিটিতে পিসিবি জানায়, কোভিডের বাড়বাড়ন্তের জেরেই পিছিয়ে দেওয়া হচ্ছে পাক-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। যে সিরিজটি টি-টোয়েন্টি সিরিজের পরই হওয়ার কথা ছিল, তা খেলা হবে আগামী বছরের জুন মাসের শুরুর দিকে। তবে কোভিডের বাড়বাড়ন্ত সত্ত্বেও বাতিল হয়নি তৃতীয় টি-টোয়েন্টি।

এই প্রসঙ্গে বিবৃতিটিতে লেখা হয়, ' বৃহস্পতিবার পিসিবির নিয়মানুযায়ী ১৫ জন ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় এবং ছ'জন সহকারী সদস্যের কোভিড পরীক্ষা করা হয়। সেই ২১ জনের কোভিড পরীক্ষার ফলাফলই নেগেটিভ এসেছে। তাই পরিকল্পনা অনুযায়ী তৃতীয় টি-টোয়েন্টি খেলা হবে। তবু দুই দলের স্বাস্থ্য এবং ওয়েস্ট ইন্ডিজ দলের সীমাবদ্ধতার কথা ভেবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ২০২২ সালের জুন মাস অবধি স্থগিত করা হল। এই সিরিজটি ২০২৩ সালের আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপের সুপার লিগের অংশ। সিরিজটি স্থগিত করার ফলে ওয়েস্ট ইন্ডিজ দলও তাদের সেরা এগারোজন খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে।'

জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার পরই দেশে ফিরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের যে সদস্যরা কোভিড পজেটিভ হয়েছিলেন, করাচিতে আইসোলেশন সম্পূর্ণ করতে হবে তাঁদের। তারপরই তাঁরা বড়দিন পালনের জন্য দেশের বিমানে উঠতে পারবেন৷

English summary
Covid thorns in twenty-two yards, Pak-West Indies series canceled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X