করোনা ভাইরাসের জেরে স্থগিত বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, আইসিসি-র ঘোষণা
করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। বুধবার এক বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে আইসিসি। ফের কবে হবে এই সিরিজ, তা অবশ্য জানায়নি বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে অগাস্টের আগে তা সম্ভব নয় বলেই জানানো হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বের ২১৩টি দেশের সাড়ে ৯৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষ আশি হাজার মানুষ। বাংলাদেশে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫০০-রও বেশি মানুষের। তুলনামূলকভাবে শ্রীলঙ্কার অবস্থা কিছুটা ভালো হলেও সে দেশে প্রায় দুই হাজার মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১১ জন।

কবে হওয়ার কথা টুর্নামেন্ট
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। দুই দলের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ হওয়ার কথা। সবকটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। কিন্তু করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যেতে চাইছিলেন না বলে খবর। সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নেমে অন্তত ৪০ দিনের অনুশীলন চাইছেন বলেও খবর। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি-র তরফে জানানো হয়েছে।

কী জানাল আইসিসি
ক্রিকেটারদের অসম্মতির বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানায় বিসিবি। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে কুমার সাঙ্গাকারার দেশের ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে আইসিসি-র সঙ্গে কথা বলে দুই দেশের ক্রিকেট বোর্ড। এরপরেই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলবে না বাংলাদেশ।

জিম্বাবোয়ে সফরও স্থগিত
আগামী মাসে বাংলাদেশে খেলতে আসার কথা ছিল জিম্বাবোয়ে ক্রিকেট দলের। করোনা ভাইরাসের জেরে সেই সিরিজও স্থগিত করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাকিব-আল-হাসানের দেশে অগাস্টের আগে ক্রিকেট শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
অবশেষে বাজারে আসছে 'মাহি সং'! দিন ঘোষণা গায়ক ব্রাভোর