For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার গ্রাসে ক্রিকেটবিশ্ব, কোয়ারেন্টাইনে শ্রীলঙ্কান প্রাক্তন অধিনায়ক

করোনার গ্রাসে ক্রিকেটবিশ্ব, কোয়ারেন্টাইনে শ্রীলঙ্কান প্রাক্তন অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

করোনার গ্রাসে ক্রিকেটবিশ্ব। এবার ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজেকে সেল্ফ কোয়ারেন্টাইনে রাখলেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি ক্রিকেটার।

শ্রীলঙ্কা দলের কোন ক্রিকেটার কোয়ারেন্টাইনে

শ্রীলঙ্কা দলের কোন ক্রিকেটার কোয়ারেন্টাইনে

শ্রীলঙ্কান দলের হয়ে ২০১৪ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতা উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। চিনের পর ইউরোপ এখন করোনার কেন্দ্রবিন্দু বলা চলে। চিনের পর ইউরোপ থেকে করোনায় সবচেয়ে বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। ইউরোপের ইতালি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেন, ইংল্যান্ডেও করোনা থাবা বসিয়েছে। ভারতে এই মুহূর্তে লন্ডন থেকে দেশে ফেরা একাধিক নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে শ্রীলঙ্কায় ফিরে করোনা সংক্রমণ রুখতে কোনও ধরনের ঝুঁকি নেননি কুমার সাঙ্গাকারা।

দেশে ফিরে কী বলেছেন সাঙ্গাকারা

দেশে ফিরে কী বলেছেন সাঙ্গাকারা

শ্রীলঙ্কায় ফিরে দেশে প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, 'বিশ্বজুড়ে এখন সবাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সরকারি নিয়ম মেনে সহযোগিতা করা উচিত। আমি ইউরোপের লন্ডন থেকে ফিরেছে। ইউরোপ করোনায় দারুণভাবে ক্ষতিগ্রস্থ। দেশে ফেরার পর করোনার কোনও উপসর্গ আমার মধ্যে দেখা না গেলেও আমি নিজেকে সেল্ফ কোয়ারেন্টাইনে রাখছি। সতর্ক থাকতে এখন বিশ্বের প্রতিটি মানুষকেই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকা উচিত।'

কবে দেশে ফেরেন সাঙ্গাকারা

কবে দেশে ফেরেন সাঙ্গাকারা

লন্ডন থেকে গত সপ্তাহে শ্রীলঙ্কা ফিরেছেন কুমার সাঙ্গাকারা। দেশে ফেরার পর জানতে পারি ১ থেকে ১৫ মার্চের মধ্যে যারা বিদেশ থেকে দেশে ফিরেছে তাদের পুলিশের কাছে সব তথ্য জানিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে যেতে হবে। সেই মতোই আমি নিজেকে বন্দি রাখছি।

শ্রীলঙ্কাতেও জনতা কারফিউ

শ্রীলঙ্কাতেও জনতা কারফিউ

করোনার সংক্রমণ থেকে বাঁচতে শ্রীলঙ্কায় শুক্রবার বিকেলে জনতা কারফিউ হয়েছে। সোশ্যাল মিডিয়া এই নিয়ে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে দেশবাসীকে করোনার কারণে নিজেদের গৃহবন্দি রাখার অনুরোধ করেছেন।

English summary
CoronaVirus Pandemic: Cricketer Kumar Sangakkara in self quarantine after returning from uk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X