For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে ঘুম উধাও! আতঙ্কের পরিবেশে অজান্তে শরীরকে কষ্ট দিচ্ছেন আপনি! উপায় নিয়ে হাজির বিসিসিআই

করোনা আতঙ্কে ঘুম উধাও! আতঙ্কের পরিবেশে অজান্তে শরীরকে কষ্ট দিচ্ছেন আপনি! উপায় নিয়ে হাজির বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব জুড়ে করোনার বিরুদ্ধে লড়াই। হাত পরিষ্কার রাখতে সাবান জল বা স্যানিটাইজার ও মুখে মাস্ক পরার বার্তা দিচ্ছে তামাম সেলেবমহল। করোনায় ভয়ে ব্যাপকভাবে জনজীবন স্তব্ধ। প্রতিটি দেশের শেয়ার মার্কেট ধস, বন্ধ ব্যবসা-বাণিজ্য, বন্ধ কলকারখানা, বন্ধ অফিস-জমায়েত। কাজের জন্য ওয়ার্ক ফর্ম হোমই একমাত্র ভরসা। করোনার সংক্রমণ থেকে বাঁচতে তাই গৃহবন্দি লাখো মানুষ। এই পরিস্থিতিতে অতঙ্কে রাতের ঘুম ওড়ার জোগাড়। এতেই হাসতে ভুলেছে পৃথিবী!

রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত

রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত

চেন্নাইয়ে রেল ও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাত ও প্রবল হাওয়ার কারণে এই বিঘ্ন বলে জানানো হয়েছে। চেন্নাই বিমানবন্দরে দেশীয় ও আন্তর্জাতিক বিমান মিলিয়ে ২৫টি বিমানকে ঘুরপথে রওনা করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এদিকে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু বিমানবন্দরেও বৃষ্টি ও ঝড়ের কারণে সমস্যা হয়েছে।

আতঙ্কে অজান্তেই নিজেকে কষ্ট দিচ্ছেন আপনি

আতঙ্কে অজান্তেই নিজেকে কষ্ট দিচ্ছেন আপনি

যার ফলে অতঙ্কের গ্রাসে শরীরকে প্রতি মুহূর্তেই নিজের অজান্তে কষ্ট দেওয়া হচ্ছে। আর সেই জন্য নতুন উপায় বলে দিচ্ছে বিসিসিআই।

স্কুল-কলেজ বন্ধ

স্কুল-কলেজ বন্ধ

চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভল্লার ও ভিল্লুপুরম এলাকার স্কুল-কলেজে ছুটি দিয়ে দিয়েছে তামিলনাড়ু সরকার। ছাত্রছাত্রীদের নিরাপদে ঘরে থাকতে বলা হয়েছে। যারা হস্টেলে থাকে, তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানীয়র ব্যবস্থা করতে বলা হয়েছে।

কী বার্তা বোর্ডের

কী বার্তা বোর্ডের

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট পোস্ট করা হয়েছে। ফিল গুড সেই টুইটে বলা হয়েছে 'কিপ আপ স্মাইলস!' অর্থাৎ করোনার প্রার্দুভাবের বিরুদ্ধে হাসি মুখে লড়াই করুন। করোনার আতঙ্কে হাসতে ভুলবেন না। হাসি ভুললে আদৌতে নিজেকে আরও বেশি রোগের দিকে ঠেলে দেওয়া হবে। বোর্ডের পসিটিভ টুইটে এই বার্তাই দেওয়া হয়েছে।

হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর

দুর্যোগ মোকাবিলায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ দুটি রাজ্যেই হেল্পলাইন নম্বর খোলা রয়েছে। অন্ধ্রের নম্বর হল : ০৮৬৬-২৪৮৮০০০, তামিলনাড়ুর জন্য নম্বর : ০৪৪-২৮৫৯৩৯৯০ ও চেন্নাইয়ের জন্য নম্বর হল : ২৫৬১৯২০৬, ২৫৬১৯৫১১, ২৫৩৮৪৯৬৫।

ছবিতে কারা রয়েছেন

ছবিতে কারা রয়েছেন

বোর্ডের টুইটে এই বার্তার সঙ্গে ছবিতে মনীশ পান্ডে, পৃথ্বী শয়ের সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের ছবি ব্যবহার করা হয়েছে। ছবি পোস্টের মাধ্যমে আতঙ্কের পরিবেশে অযথা চিন্তা না বাড়িয়ে সতর্ক থাকতে ও মনকে যতটা সম্ভব হাসিখুশি রাখার বার্তা দেওয়া দিল বিসিসিআই।

বাড়ি থেকে কাজ

বাড়ি থেকে কাজ

তামিলনাড়ু সরকারের তরফে বেসরকারি সংস্থাগুলিকে জানানো হয়েছে যে যে কর্মীরা চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভল্লার এলাকায় বাড়ি থেকে কাজ করতে পারবেন তাদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে।

ফ্যানেদের মুখে অবশ্য হাসি ফুরিয়েছে

ফ্যানেদের মুখে অবশ্য হাসি ফুরিয়েছে

ক্রিকেট ফ্যানেদের অবশ্য মুখের হাসি ফুরোবার জোগাড়। করোনার থাবায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়া দিয়ে হতাশ হওয়া শুরু। এরপর আইপিএল স্থগিত হতে ক্রিকেট থেকে ফ্যানেরা বঞ্চিত হয়েছেন। করোনা প্রকোপ না কমলে আইপিএল ২০২০ পাকাপাকিভাবে বাতিল হতে পারে। ফলে করোনার কারণে মুখের হাসির পুরোপুরি ফিঁকে হতে, বেশি সময় নেই বলেই মনে করেছে ক্রিকেট ফলোয়ার্সরা।

সরকারি আবেদন

সরকারি আবেদন

তামিলনাড়ু সরকারের তরফে সকল নাগরিককে নিরাপদে ঘরে থাকতে আবেদন জানানো হয়েছে। এছাড়া পর্যাপ্ত পানীয়, ওষুধ ও খাবার জোগাড় করে রাখতে বলা হয়েছে। এছাড়া এডিআরএফ, এসডিআরএফ, দমকল ও অন্য উদ্ধারকারী দলকে জাগ্রত থাকতে বলা হয়েছে।

এনডিআরএফ দল মোতায়েন

এনডিআরএফ দল মোতায়েন

জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ১৫টি ভাগে ভাগ করে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ প্রধান আরকে পচনন্দা জানিয়েছেন, তামিলনাড়ুতে ৮টি দল ও অন্ধ্রপ্রদেশে ৭টি দল মোতায়েন রয়েছে।

পণ্ডীচেরিতে প্রভাব

পণ্ডীচেরিতে প্রভাব

তামিলনাড়ুতে প্রবল ঝড়-বৃষ্টির প্রভাব গিয়ে পড়ছে পণ্ডীচেরিতেও। সোমবার পণ্ডীচেরি সরকার সেখানকার স্কুল-কলেজও ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানেও সমুদ্রের ধারে পর্যটকদের ঘেঁষতে নিষেধ করা হয়েছে। এদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে পণ্ডীচেরিতেও।

পাকিস্তানের নামকরণ

পাকিস্তানের নামকরণ

ভরদা নামে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। এর অর্থ 'লাল গোলাপ'। দুপুরেই উপকূল হয়ে মাটিতে আছড়ে পড়ার সময়ে তার ক্ষমতা অনেকটাই কমে যাবে বলে জানানো হয়েছে। তবে সকাল থেকেই চেন্নাই ও অন্ধ্র সীমান্তে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।

মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, পণ্ডীচেরিতে আগামী ৩৬ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

করোনা মোকাবিলায় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ই অনুপ্রেরণা নেটিজেনদের!করোনা মোকাবিলায় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ই অনুপ্রেরণা নেটিজেনদের!

English summary
CoronaVirus Pandemic: Bcci send positive message to fans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X