For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় বন্ধ ক্রিকেট, গৃহবন্দি অবস্থায় ইন্ডোরে স্ত্রী-সন্তানের সঙ্গে কী করলেন বেন স্টোকস, দেখুন

করোনায় বন্ধ ক্রিকেট, গৃহবন্দি অবস্থায় ইন্ডোরে স্ত্রী-সন্তানের সঙ্গে কী করলেন বেন স্টোকস, দেখুন

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাসে ক্রীড়াদুনিয়ার একের পর এক টুর্নামেন্ট স্থগিত। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল থেকে শুরু করে, ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত হয়েছে। অন্যদিকে ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানিতে করোনা প্রার্দুভাব ভয়াল আকার নেওয়ার কারণে প্রথম সারির সব টুর্নামেন্ট এখন নতুন করে কবে শুরু হবে বলা কঠিন। সংক্রমণ থেকে বাঁচতে স্তব্ধ গোটা বিশ্ব। স্তব্ধ জনজীবন, গৃহবন্দি বিশ্ববাসী। গৃহবন্দি খেলার জগতের সুপারস্টাররাও।

পাশে রয়েছেন প্রধানমন্ত্রী

পাশে রয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট করে ভরদা আক্রান্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকলকে নিরাপদে থাকতেও আবেদন জানিয়েছেন।

গৃহবন্দি হয়ে কী করলেন বেন স্টোকস

গৃহবন্দি হয়ে কী করলেন বেন স্টোকস

এর মাঝই এবার নিজেকে চাঙ্গা রাখতে শারীরিক করসত করতে নেমে পড়লেন বেন স্টোকস। নিজের ইস্টাগ্রামে স্টোকস পুস আপ করার ভিডিও পোস্ট করেছেন।

১০ জনের মৃত্যু

১০ জনের মৃত্যু

তামিলনাড়ুর উপকূল এলাকায় সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভরদা। মোট ১০ জন মারা গিয়েছেন। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, চেন্নাইয়ে ৪ জন, কাঞ্চিপুরমে ২ জন, তিরুভল্লারে ২ জন, ভিল্লুপুরমে ১ জন ও নাগাপট্টিনমে ১ জন মারা গিয়েছেন।

স্ত্রীয়ের সঙ্গে গানের তালে তালে পুস আপ

স্ত্রীয়ের সঙ্গে গানের তালে তালে পুস আপ

গৃহবন্দি অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে গানের তালের তালে হাত মিলিয়ে জুটিতে পুস আপ করেছেন স্টোকস। গৃহবন্দি হলেও যে প্রয়োজন শরীরের প্রতি যত্নশীল হয়ে শারীরিক কসরতের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে মন খুশি রাখা যায় বুঝিয়ে দিয়েছেন স্টোকস। ইংল্যান্ডে তারকা অলরাউন্ডার করোনা আতঙ্কের মাঝে এই ভিডিও ইনস্টাগ্রামের স্টেটাসে পোস্ট করতে মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।

পল্লিরসেলবমের নজর

পল্লিরসেলবমের নজর

তামিসনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম নিজে ও তাঁর মন্ত্রিসভা গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ত্রাণ শিবিরের পরিস্থিতি ও ত্রাণ বণ্টন সহ সমস্ত বিষয খতিয়ে দেখা হচ্ছে। যারা ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন তাদের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে সরকার।

ছেলের সঙ্গে গল্ফে মজে স্টোকস

ছেলের সঙ্গে গল্ফে মজে স্টোকস

শুধু স্ত্রীয়ের সঙ্গে পুস আপ নয়, করোনা আতঙ্কে গৃহবন্দি হওয়ায় ছেলের সঙ্গে চুটিয়ে গল্ফও খেললেন স্টোকস।

বিমান পরিষেবা

বিমান পরিষেবা

চেন্নাই বিমানবন্দরে বিমান যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত ছিল সোমবার। মঙ্গলবার ভোর থেকে তা স্বাভাবিক হয়েছে। তবে শহর ও শহরতলির ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

ইউরোপীয় ফুটবলাররাও গৃহবন্দি

ইউরোপীয় ফুটবলাররাও গৃহবন্দি

উল্লেখ্য শুধু স্টোকসই নয়, ইউরোপীয় ফুটবলাররা গৃহবন্দি হয়ে অনেকেই ট্রেলমিলে গা ঘামানো কিংবা পোষ্যের সঙ্গে বল পায়ে নিজের বাগানে শরীর চাঙ্গা রাখার ভিডিও পোস্ট করেছেন। যার মধ্যে অন্যতম বার্সা স্টার সুয়ারেজ, রিয়াল স্টার বেঞ্জেমা ও ব়্যামস ট্রেডমিলে দৌড়ের ভিডিও পোস্ট করেছেন। সর্বপরি করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের গৃহবন্দি করে সেল্ফ আইসোলেশনের পথই বেঁছে নিয়েছেন খেলার জগতের সুপারস্টাররা।

বিধ্বংসী ভরদা

বিধ্বংসী ভরদা

ভরদার প্রভাবে কয়েকশো গাছ উপড়ে গিয়েছে। চেন্নাইয়ে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। রাস্তায় হোর্ডিং, বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি গাড়ি।

বিদ্যুৎ সংযোগ

বিদ্যুৎ সংযোগ

সোমবার ভরদার প্রভাবে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক হচ্ছে।

স্কুল-কলেজ বন্ধ

স্কুল-কলেজ বন্ধ

সোমবার চেন্নাই সহ বেশি কিছু জায়গায় স্কুল-কলেজ বন্ধ ছিল। এদিন মঙ্গলবারও চেন্নাই, কাঞ্চিপুরম ও তিরুভল্লারের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

রাজনাথের ফোন

রাজনাথের ফোন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুকে ফোন করে কথা বলেছেন। কেন্দ্র সমস্ত সাহায্য করার জন্য প্রস্তুত এমনটাই জানিয়েছে তিনি।

তৈরি নৌসেনা-স্থলসেনা-বায়ুসেনা

তৈরি নৌসেনা-স্থলসেনা-বায়ুসেনা

যেকোনও ধরনের পরিস্থিতিতেই উদ্ধারকার্যের জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা। চিকিৎসক, খাবার ও জল নিয়ে নৌসেনার ২টি জাহাজ তৈরি, এদিকে এনডিআরএফ ১৬টি দল নামিয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে।

কর্ণাটকের দিকে ধেয়ে আসছে ভরদা

কর্ণাটকের দিকে ধেয়ে আসছে ভরদা

বলা হচ্ছে, এদিন মঙ্গলবারের মধ্যেই কর্ণাটকে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ভরদা, তারপর তা বুধবার নাগাদ গোয়ার উপর দিয়ে বয়ে যাবে। গোয়ার আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। তামিলনাড়ুতে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে, সেরকম কোনও সম্ভাবনা কর্ণাটকের ক্ষেত্রে নেই। তবে বৃষ্টিপাত চলবে। বস্তুত সোমবার বিকেল থেকেই কর্ণাটক সহ বেঙ্গালুরুতে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতভর বৃষ্টিপাত হয়েছে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

English summary
Corona pandemic: Ben Stokes Find way to for entertainment after lockdown indore for Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X