For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কারণে আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারছে না বিসিসিআই

এই কারণে আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারছে না বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় বন্ধ ক্রিকেট। ইউরোপে করোনা পরিস্থিতি স্থিতিশীল হলেও ক্রিকেট খেলিয়ে দেশগুলিতে এখনও অবস্থার খুব বেশি উন্নতি না হওয়ায় ক্রিকেট শুরু করা সম্ভব হয়নি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে এদেশেও ক্রিকেট শুরু এখন বিশ বাঁও জলে। সেই সঙ্গে আইসিসির সিদ্ধান্তের কারণে আইপিএল নিয়েও কোনও সিদ্ধান্তে আসতে পারছে না বিসিসিআই। সেই নিয়েই এবার বক্তব্য রাখলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।

কবে থেকে আইপিএল স্থগিত

কবে থেকে আইপিএল স্থগিত

করোনা থাবায় ২৯ মার্চ থেকে দেশে আইপিএল স্থগিত রয়েছে। প্রাথমিকভাবে আইপিএল স্থগিত রাখার পর বিশ্বেজুড়ে ভাইরাসের সংকটজনক পরিস্থিতি দেখে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্যে আইপিএল স্থগিত করেছে।

লকডাউনে উঠে দেশে এখন আনলক ওয়ান

লকডাউনে উঠে দেশে এখন আনলক ওয়ান

করোনা থেকে রুখতে ম্যারাথন লকডাউন শেষে দেশে এখন আনলক ওয়ান পরিস্থিতি। ৩০ জুন পর্যন্ত দেশে গণপরিবহন থেকে সব ক্ষেত্রেই লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে। খেলার জগতের তারকাদের প্রস্তুতির জন্যে মাঠের দরজাও খুলে দেওয়া হয়েছে।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ কি পিছোবে?

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ কি পিছোবে?

বিশ্বকাপ নিয়ে জটিলতা। করোনা পরবর্তী সময় বিশ্বের একাধিক মেগা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। অলিম্পিক থেকে কোপা আমেরিকা, ইউরো কাপের আসর ২০২০ সালের পরিবর্তে ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপও কি পিছবে সেই নিয়ে জল্পনা অব্যাহত।

ক্রিকেট অস্ট্রেলিয়া যা জানিয়েছে

ক্রিকেট অস্ট্রেলিয়া যা জানিয়েছে

ক্রিকেট অস্ট্রেলিয়া অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হলে বিশাল ঝুঁকি নেওয়া হবে বলে মন্তব্য করেছে।

বিসিসিআইয়ের মত

বিসিসিআইয়ের মত

বোর্ডের পক্ষ থেকে কোষ্যধক্ষ অরুণ ধুমাল বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। ধুমাল বলেন, 'বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর ক্রিকেটসূচি নির্ভর করছে। এই নিয়ে আইসিসির দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এবছর বিশ্বকাপ হবে, নাকি স্থগিত থাকছে,সেই সিদ্ধান্ত জানিয়ে দিলে আগামী দিনে আমাদের আইপিএল নিয়ে ভাবতে সুবিধে হবে।'

১৯৯২-এর স্মৃতি উস্কে সৌরভের নিয়মনিষ্ঠা সংক্রান্ত বিতর্ক নিয়ে সরব প্রাক্তন ভারত অধিনায়ক১৯৯২-এর স্মৃতি উস্কে সৌরভের নিয়মনিষ্ঠা সংক্রান্ত বিতর্ক নিয়ে সরব প্রাক্তন ভারত অধিনায়ক

English summary
Corona In sports: BCCI wants quick decision on the fate of t20 Cricket world cup 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X