For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেয়ারওয়েল, ৭ নম্বর জার্সির সংরক্ষণের আবেদনের পর এবার ধোনিকে ভারতরত্নে ভূষিত করার দাবি

ফেয়ারওয়েল, ৭ নম্বর জার্সির সংরক্ষণের আবেদনের পর এবার ধোনিকে ভারতরত্নে ভূষিত করার দাবি

  • |
Google Oneindia Bengali News

অবসরের পর ধোনিকে ঘিরে আবেগের সুনামি! ১৫ অগাস্ট সন্ধ্যেতে ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ধোনি। দেশের প্রাক্তন অধিনায়ক বুট জোড়া তুলে রাখার পর কেউ তাঁর ফেয়ারওয়াল ম্যাচে দাবি করলেন তো কেউ ধোনিকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।

ধোনির অবসর পোস্ট

ধোনির অবসর পোস্ট

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লিখেছেন, 'এতদিন ধরে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন।'

ধোনির জার্সি সংরক্ষণ চাইছেন ফ্যানেরা

ধোনির জার্সি সংরক্ষণ চাইছেন ফ্যানেরা

ধোনির অবসর ঘোষণার পর ফ্যানেরা তাঁর জার্সি সংরক্ষণে দাবি তুলেছেন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর ১০ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছিল বিসিসিআই। সচিনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্যই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছিল। এবার ধোনির ক্ষেত্রেও এই দাবি তুলেছেন ফ্যানেরা। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির সাত নম্বর জার্সি সংরক্ষণের জন্য বিসিসিআইয়ের কাছে প্রচুর আবেদন জমা পড়েছে।

ফেয়ারওয়েল ম্যাচের দাবি

ফেয়ারওয়েল ম্যাচের দাবি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক পোস্টে জানিয়েছেন, 'ঝাড়খণ্ডের লাল মাহিকে আমরা আর নীল জার্সিতে দেখতে পাব না। দেশবাসী এটা মেনে নিতে পারছে না। আমার মনে হয়, আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত। বিসিসিআইকে অনুরোধ আমাদের মাহির জন্য একটা বিদায়ী ম্যাচের ব্যবস্থা করুন। যে ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব।আর গোটা বিশ্ব সেই ম্যাচের সাক্ষী থাকবে।'

ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার দাবি

ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার দাবি

এবার মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হোক এমনই দাবি তুললেন। টুইটে তিনি লিখেছেন, 'মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।' প্রসঙ্গত একমাত্র ক্রিকেটার হিসেবে ভারত রত্ন পেয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ধোনি তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন।

আইপিএল ২০২০ : প্রতিবেশী অসম থেকে টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্রিকেটারদের তালিকাআইপিএল ২০২০ : প্রতিবেশী অসম থেকে টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্রিকেটারদের তালিকা

English summary
Congress MLA demands highest civilian honour Bharat Ratna for MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X