For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১ : কোন ক্রিকেটারদের ধরে রাখল, কাদেরই বা ছাড়ল ৮ ফ্র্যাঞ্চাইজি

আইপিএল ২০২১ : কোন ক্রিকেটারদের ধরে রাখল, কাদেরই বা ছাড়ল ৮ ফ্র্যাঞ্চাইজি

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২১-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মিনি নিলামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগে আগামী মরসুমের জন্য কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, কাদেরই বা ছেড়ে দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশ করল আট ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

কাদের রেখে দেওয়া হল : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, ক্রিস লিন, আনমোলপ্রীত সিং, কাইরন পলার্ড, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অনুকূল রায়, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, ধবল কুলকার্নি, মহসিন খান।

কাদের ছেড়ে দেওয়া দল : লাসিথ মালিঙ্গা (অবসর), মিচেল ম্যাকলেনাঘান, জেমস প্যাটিমসন, নাথান কুল্টার-নাইল, শেরফেন রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগ্বিজয় দেশমুখ।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

কাদের রেখে দেওয়া হল : শিখর ধাওয়ান, পথ্বী শ, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, ললিত যাদব, হর্শল প্যাটেল, আবেশ খান, প্রবীণ দুবে, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ক্রিস ওকস, ড্যানেয়েল সামস।

কাদের ছেড়ে দেওয়া হল : মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কেমো পল, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারি, জেসন রয়।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

কাদের রেখে দেওয়া হল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কৌর, খলিল আহমদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রীয়ম গর্গ, বিরাট সিং।

কাদের ছেড়ে দেওয়া হল : সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন, ইয়ারা পৃথ্বীরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কাদের রেখে দেওয়া হল : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদত্ত পাড়িক্কল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জোসে ফিলিপ, শাহবাজ আহমেদ, পবন দেশপান্ডে।

কাদের ছেড়ে দেওয়া হল : অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ইসুরু উড়ানা, মইন আলি, পবন নেগি, গুরকিরত সিং মান, শিবম দুবে, ডেল স্টেইন, পার্থিব প্যাটেল, উমেশ যাদব।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কাদের রেখে দেওয়া হল : ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, নীতীশ রানা, শুভমান গিল, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, টিম সেইফার্ট।

কাদের ছেড়ে দেওয়া হল : টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম, সিদ্ধেশ লাড।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

কাদের রেখে দেওয়া হল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ফ্যাফ ডু প্লেসিস, ডোয়েন ব্র্যাভো, এন জগদীশন, ঋতুরাজ গায়েকোয়াড়, স্যাম কারান, মিচেল সান্টনার, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, করণ শর্মা, কেএম আসিফ, ইমরান তাহির, আর সাই কিশোর, দীপক চাহার, লুঙ্গি এনগিদি।

কাদের ছেড়ে দেওয়া হল : কেদার যাদব, পীযূষ চাওলা, মুরলী বিজয়, মনু কুমার, হরভজন সিং, শেন ওয়াটসন (অবসর)।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

কাদের রেখে দেওয়া হল : কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি, মনদীপ সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, দীপক হুডা, প্রভসীমরণ সিং, ক্রিস জর্ডন, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, ইশান পোড়েল।

কাদের ছেড়ে দেওয়া হল : গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, হারদাস ভিলজোয়েন, জগদীশ সূচিত, মুজিব উর রহমান, শেলডন কোটরেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গৌতম, তাজিন্দর সিং।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

কাদের রেখে দেওয়া হল : সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জোফ্রা আর্চার, জোস বাটলার, রিয়ান পারাগ, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াতিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, যশশ্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোরা, রবিন উথাপ্পা।

কাদের ছেড়ে দেওয়া হল : স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওশেন থমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারান, অনিরুদ্ধ যোশী, শশাঙ্ক সিং।

English summary
Complete list of release and retain players of every team for IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X